লিয়োনেল মেসির সঙ্গে দেখা করতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন শাহরুখ খান। পুত্র আব্রামকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। শাহরুখের পরে এ বার মেসি-র দর্শন পেতে প্রস্তুত করিনা কপূর খান।
শনিবার সকাল থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমেছিল মেসি ও ফুটবলপ্রেমীদের। কিন্তু ফুটবলের রাজপুত্রকে ঠিক করে দেখতে না পাওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কলকাতার পরে মেসির গন্তব্যস্থল হায়দরাবাদ। সেখান থেকে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেবেন তিনি। রবিবার মুম্বইয়ের মানুষের সঙ্গে দেখা করবেন তিনি। সেই সময়ে করিনা সাক্ষাৎ করবেন ফুটবলের রাজপুত্রের সঙ্গে। মুম্বইয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
করিনা ছা়ড়াও এই দিন সচিন তেন্ডুলকর, জন আব্রাহাম, জ্যাকি শ্রফও দেখা করবেন মেসির সঙ্গে। তবে আর কারা কারা এই দিন উপস্থিত থাকবেন, এখনও তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, মেসির সঙ্গে দেখা করতে আসার কথা নিজেই ঘোষণা করেছিলেন শাহরুখ। এমনকি, যুবভারতী ক্রী়ড়াঙ্গনে আসার কথাও বলেছিলেন। কিন্তু, শনিবার মেসির সঙ্গে সাক্ষাৎ হলেও মাঠে আর আসেননি শাহরুখ। অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, একসঙ্গে মেসি ও শাহরুখকে এক ফ্রেমে দেখা যাবে। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হয়নি কারও। হোটেলে মেসির সঙ্গে পুত্র আব্রামকে নিয়ে দেখা করেছিলেন বলিউডের বাদশা। সেখানেই ছবি তোলেন তাঁরা।
কলকাতায় মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস-সহ আরও কয়েকজনকে। যুবভারতীর মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুটবলতারকাকে ঘিরে ধরেছিলেন প্রায় ৭০-৮০ জন। তাই গ্যালারি থেকে অপেক্ষারত দর্শক মেসিকে ভাল ভাবে দেখতেই পাননি। চড়া দামে টিকিট কেটেও পছন্দের তারকাকে দেখতে না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। নির্দিষ্ট অনুষ্ঠানসূচি শেষ হওয়ার আগেই সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয় মেসিকে।