Advertisement
E-Paper

এক ফ্রেমে মৈনাক-প্রান্তিক, কোন রহস্য ভেদ করতে চলেছেন দুই বন্দ্যোপাধ্যায়?

আচমকা মৃত্যু এক ছবি পরিচালকের। সন্দেহের তির স্ত্রীর দিকে। কে প্রকৃত খুনি?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০০:১০
(বাঁ দিকে) প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রথমা স্ত্রী মারা যাওয়ার পর বেশ হতাশ হয়ে পড়েছিলেন ঋষিকেশ চট্টোপাধ্যায়। একা একা দিন কাটছিল না তাঁর। এক দিন সময় কাটাতে এক রেস্তোরাঁয় যান তিনি। কে জানত, ওখানেই তাঁর জন্য প্রেমের ফাঁদ পাতা থাকবে? ঋষিকেশ আবারও বাঁচার আশা খুঁজে পেলেন, মডেল-অভিনেত্রী পায়েলের মুখোমুখি হতেই।

খ্যাতনামী ছবির পরিচালক নিজেও বুঝতে পারেননি এ ভাবেও প্রেম আসে। প্রথম দেখায় মন দেওয়া -নেওয়ার পালা চুকতেই যুগলে ঠিক করেন, তাঁরা বিয়ে করবেন। দ্বিতীয় বিয়ের তিন বছরে হঠাৎ অঘটন। আকস্মিক মৃত্যু পরিচালকের। সন্দেহের তির স্ত্রীর দিকে। পরিস্থিতি যাতে আরও ঘোরালো না হয় তার জন্যই তদন্তের দায়িত্ব বর্তায় পুলিশ ইন্সপেক্টর সম্রাটের উপর। তিনি পারবেন খুনের কিনারা করতে?

উপাসনা ঘোড়ুই।

উপাসনা ঘোড়ুই। ফাইল চিত্র।

এই গল্প নিয়েই আসছে পরিচালক অয়ন দের নতুন ওয়েব সিরিজ 'প্রহেলিকা'। এখানেই প্রথম পর্দা ভাগ করতে চলেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। দুই বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া কতটা জমবে, সেটাই দেখার। নায়িকার ভূমিকায় উপাসনা ঘোড়ুই। থাকবেন বুদ্ধদেব ভট্টাচাৰ্য। সিরিজ মুক্তি পাবে এসএসএফ প্রোডাকশনের ব্যানারে।

Bengali web series Tollywood Mainak Banerjee Prantik Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy