প্রায় তিন দশকের অভিনয়জীবন ববি দেওলের। বছরকয়েক আগের সিরিজ় ‘আশ্রম’-এর মাধ্যমে কর্মজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। এর পর ‘অ্যানিম্যাল’ ও ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর মাধ্যমে তিনি ফের চর্চায়। তবে এই সাফল্যের জন্য বেগ পেতে হয়েছে তাঁকে। এক সময় হাতে কোনও কাজ ছিল না। পরিচালকদের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতেন তিনি।
মাঝে এমন একটা সময় এসেছিল যখন ববি যে কয়েকটা সিনেমা করতেন, সেগুলি সে ভাবে সফল হত না। দীর্ঘ দিন বাড়িতে বসে থাকতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নেন যে, ছেলের একটি কথা তাঁকে বাইরে বেরিয়ে কাজ খুঁজতে বাধ্য করে। পরিচালক ও প্রযোজকদের অফিসে গিয়ে তিনি বলতেন, “আমি ববি দেওল। দয়া করে আমাকে একটা কাজ দিন।” অভিনেতা বলেন, “এতে কোনও দোষ নেই। অন্তত ববি দেওল যে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন, সেটা তাঁরা মনে রাখবেন।”
ববি বলেন, “জীবনের সব আশা ছেড়ে দিয়েছিলাম। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন হাতে কিচ্ছু থাকে না, তখনই বোধ হয় মানুষ বোঝে যে তাঁর নিজের মধ্যে এমন কিছু একটা আছে যার জন্যই শুরুটা দারুণ হয়েছিল। ভিতর থেকে যেন একটা আওয়াজ আসে, যে এখনও তোমার মধ্যে সেই বিষয়টা রয়েছে। ওটাই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।”
আরও পড়ুন:
১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির হাত ধরে অভিনয়জীবন শুরু করেন ববি। বাণিজ্যসফল এই ছবির পরেই ‘সোলজার’, ‘বাদল’, ‘বিচ্চু’, ‘অজনবী’র মতো একের পর এক হিট বলিউডকে উপহার দেন তিনি। কিন্তু ঊর্ধ্বমুখী এই ‘কেরিয়ার গ্রাফ’ এর পর নীচে নামতে শুরু করে। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত একের পর এক অসফল ছবি আর সেই সঙ্গে কাজের পরিমাণ কমতে থাকে ববির। প্রকাশ ঝা-র ‘আশ্রম’ ববির কপাল ফেরায়। এর পর ২০২৩ সালের ‘অ্যানিম্যাল’-এর খলনায়ক এবং ২০২৫ সালের ‘দ্য ব্যা়ড্স অফ বলিউড’ ববিকে ফের আলোচনার কেন্দ্রে ফিরিয়েছে।