‘কুসুম দোলা’ শেষ হওয়ার পর আর সে ভাবে ঋষি কৌশিককে ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে কিছু দিন হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ‘উজান চ্যাটার্জি’ বা ‘রণ’ চরিত্রের মতো জনপ্রিয়তা ছোঁয়েনি তাঁকে। শোনা যাচ্ছে, আবার ধারাবাহিকে ফিরছেন ঋষি। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেতা বললেন, “ফ্লোরে না যাওয়া পর্যন্ত কিছু বলা যায় না।”
এক সময় ধরা হত ধারাবাহিকে নায়ক হিসাবে ঋষিকে দেখতে পাওয়া মানেই তা হিট। কিন্তু গত কয়েক বছরে অভিনেতার অভিনয় জীবনে ভাটা পড়েছে। প্রশ্ন উঠতেই সে কথা একবাক্যে স্বীকার করে নিলেন অভিনেতা। এক সময়ের জনপ্রিয় নায়কের সাফল্যের চাকা হঠাৎ করে থমকে গেলে মানসিক অবসাদ আসে? ‘কুসুম দোলা’র পর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মুম্বইয়েও কাজ করেছেন। তার পরেও সেই জনপ্রিয়তা আসেনি।
ঋষি বললেন, “হ্যাঁ, কেরিয়ারে ধারাবাহিকতা দেখা যায়নি। কিন্তু কেউ তো স্বেচ্ছায় নিজের ক্ষতি চায় না। জীবনের এক একটা এমন পর্যায় আসে। যার সঙ্গে হচ্ছে, সেই মানুষটা নিজেও বুঝতে পারে, গাড়ি ঠিক গতিতে এগোচ্ছে না।” এই সময় নিজেকে ঠিক রাখছেন কী ভাবে? কখনও কি অবসাদ এসেছে? অভিনেতার সংযোজন, “মন খারাপ তো হবেই। আমিও তো মানুষ। অবসাদ কাটানোর উপায় এক এক জনের কাছে এক এক রকম। আমি যেমন ঈশ্বর, ইতিবাচক শক্তিতে বিশ্বাস করি। তাই এই সময়ে প্রার্থনাই নিজেকে ঠিক রাখার মূল মন্ত্র আমার কাছে। ধ্যান করি নিয়মিত। আবার অনেকে অন্য রকম কিছু ভাবতে পারেন নিজেদের অবসাদ কাটানোর জন্য।” সব ঠিক থাকলে শীঘ্রই ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। তবে অভিনয় ক্ষেত্রে নিজেকে আরও নানা ভাবে ভেঙে পর্দায় উপস্থাপনা করার ইচ্ছা ঋষির। অপেক্ষা শুধু সুযোগের।