প্রতি বছর রাখির দিন সায়ক চক্রবর্তীকে রাখি পরান সুস্মিতা রায়। কিন্তু এই বছর আর সেই রাখি আসেনি সায়ক চক্রবর্তীর জন্য। সম্পর্কে তাঁরা দেওর-বৌদি ছিলেন। কিন্তু বাস্তবে যেন ভাই-বোন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য স্বাভাবিক ভাবে দেওর সায়কের সঙ্গেও দূরত্ব বেড়েছে তাঁর। কিন্তু দেওরের জন্মদিনে আর দূরে থাকতে পারলেন না সুস্মিতা।
রাখিবন্ধন উৎসবে সুস্মিতা এক বার ফোনও করেননি, চাপা অভিমান হয়েছিল সায়কের। কিন্তু ২৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে সেই মনখারাপ পুষিয়ে দিলেন সুস্মিতা। সায়ক বললেন, “শুভেচ্ছা পেয়েছি। ফোনে কথা হয়নি। কিন্তু সত্যিই ভাল লেগেছে। খুশি হয়েছি আমি।” ভাইফোঁটার ছবি দিয়ে সায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান সুস্মিতা। লেখেন, “শুভ জন্মদিন ভাই।”
পুজোর সময় জন্মদিন। বাড়তি আনন্দ তো আছেই। বিশেষ দিনে পুজো পরিক্রমায় ব্যস্ত সায়ক। তবে সকালটা বাড়িতে জমিয়ে খাওয়া-দাওয়া করেছেন। যদিও সবটাই নিরামিষ খাওয়া। শনিবার আমিষ খান না অভিনেতা। জন্মদিনে পাতে ছিল ভাত, পোলাও, বেগুনের কোর্মা, ছানার ডালনা-সহ অনেক পদ। সেই সঙ্গে পরিবার এবং কাছের বন্ধুবান্ধব তাঁকে ভরিয়েছে নানা ধরনের উপহারে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে ঋতমের চরিত্রে।