সোশ্যাল মিডিয়াই প্রথম দেখিয়েছিল সম্পর্কে চিড় ধরেছে রোশন সিং-শ্রাবন্তীর। সোশ্যাল মিডিয়াতেই দেখা গিয়েছে, একে অন্যকে টক্কর দিতে আলাদা করে জিম খুলেছেন তাঁরা। আবারও সোশ্যাল মিডিয়াই দেখাচ্ছে, বাড়ছে শ্রাবন্তী-রোশন কাজিয়া। নাম না করে কথা শোনাচ্ছেন একে অন্যকে।
কী ভাবে?
মঙ্গলবার সকালেই রোশন একটি ‘মজার পোস্ট’ করেন। সেখানে একটি মিম। এক যুবক সমুদ্রের ধারে তাঁর প্রেমিকাকে আংটি উপহার দিয়ে রোম্যান্টিক ভঙ্গিতে বলছেন, ‘তুমি কি আমার জীবন ধ্বংস করতে রাজি?’ মেয়েটির উত্তর, ‘ওএমজি! অবশ্যই...।’