কিছুদিন আগেই ১০ কোটি ভিউ পেরিয়েছে ‘টুম্পা সোনা’। তার পরেই টলিপাড়ায় গুঞ্জন, ‘টুম্পা’র খোলস ছেড়ে নাকি বেরিয়ে আসছেন সুমনা দাস। বাংলাদেশের একটি ছবিতে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। তার থেকেও বড় খবর, এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। সূত্রের খবর, সুমনার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশি পরিচালক শামীম আহমেদ রনি। তাঁর আগামী ছবি ‘অগ্নিবীণা’র জন্য। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির পটভূমিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।