ছবি তুলতে পছন্দ করেন না জয়া বচ্চন। তাই ক্যামেরা দেখলেই মেজাজ হারান। সে কারণে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। কিন্তু তিনি নাকি নীরবে বেশ ভাল কাজ করেন। এইচআইভি ও ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়মিত সাহায্য করেন তিনি। জয়াকে নিয়ে লেখা দীর্ঘ পোস্টে জানালেন অভিনেতা সুশান্ত দিবগীকর।
সুশান্ত লেখেন, জয়ার বিষয়ে মানুষ প্রায়শই নিন্দামন্দ করে। কিন্তু তাঁর এই অচেনা দিকটির কথা কেউ জানেনই না। বছরের পর বছর ধরে অটিস্টিক শিশু এবং ক্যানসার ও এইচআইভি আক্রান্ত শিশুদের সাহায্য করে চলেছেন জয়া।
সুশান্ত তাঁর পোস্টে লেখেন, “জয়াদিকে প্রবল ভাবে সমাজমাধ্যমে আক্রমণ করা হয়। ওঁর বিষয়ে কিছু গল্প তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ আসলে জানেই না ওঁর ব্যাপারে। না জেনে ওঁকে নিয়ে অত্যন্ত খারাপ মন্তব্য করেন লোকজন।”
আরও পড়ুন:
এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানের কথা জানান সুশান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে হবে এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে হবে— এই ছিল শর্ত। আসতে রাজি হয়েছিলেন মাত্র তিনজন তারকা। সুশান্তের কথায়, এই তিনজন ‘দেবদূত’ হয়ে এসেছিলেন। ওই তিন তারকা হলেন রবীনা টন্ডন, যুবরাজ সিংহ ও জয়া বচ্চন।
বিভিন্ন শহর ও গ্রামের শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন জয়া। কেউ বিশেষ ভাবে সক্ষম, কেউ দৃষ্টিশক্তিহীন, কেউ এইচআইভি আক্রান্ত। এঁদের চিকিৎসা ও শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। শিশুদের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। কিন্তু এই সবটাই করেন সংবাদমাধ্যম ও ক্যামেরার আড়ালে। সেই অনুষ্ঠানে আসার সময়েও জয়া শর্ত দিয়েছিলেন, সংবাদমাধ্যম যেন না থাকে।
তাই সুশান্ত মনে করেন, ভারতের শিল্পীদের মধ্যে জয়া বচ্চন অন্যতম। কিন্তু মানুষ তাঁকে ভুল বুঝে আক্রমণ করে।