রাতভর চলছে শুটিং। বাড়িতে রয়েছে তিন মাসের একরত্তি। শুটিংয়ের ফাঁকে তাই বাড়ির সিসিটিভি ক্যামেরাই তাঁর একমাত্র ভরসা। মেয়ে হওয়ার তিন মাসের মাথায় আবার ‘তেতুঁল পাতা’ ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। একরত্তিকে বাড়িতে রেখেও যে খুব শান্তিতে শুটিং করছেন, তেমনটা একেবারেই নয়। কারণ, সারাদিন সেটে থাকলেও তাঁর মন পড়ে থাকে বাড়িতে। ধারাবাহিকে অভিনয় করলে ছুটি পাওয়া খুব মুশকিলের ব্যাপার। প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে শুটিং। মাসে একটা রবিবার পাওয়া যায় ছুটি। এই ব্যস্ততার সঙ্গে জীবনে নতুন সদস্য আসার চাপ আছে। তবে সবটাই সামলানোর চেষ্টা করছেন অনিন্দিতা। পরিবার, শাশুড়ি এবং মায়ের সাহায্য ছাড়া কাজ সামলানো তাঁর পক্ষে কঠিন হত। এই যেমন রাতভর শুটিং চলছে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেলে তিন মাসের মেয়েকে সামলায় কে?
আরও পড়ুন:
আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে। মঙ্গলবার শুটিংয়ে সম্ভবত ছুটি। সকালেও তিনি হলফ করে বলতে পারছেন না, আদৌ এ দিন তিনি ছুটি পাবেন, কি পাবেন না। অভিনেত্রী বললেন, “মানসিক কষ্ট বেশি হচ্ছে। সারাক্ষণ সিসিটিভি ক্যামেরায় দেখতে থাকি ও ঠিক আছে কি না। আবার অনেক সময় ক্যামেরায় দেখে ফোন করে বলি, এ বার মনে হয় মেয়ের ন্যাপি বদলাতে হবে।” যদিও স্বামী সুদীপ সরকার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়াতে সিদ্ধহস্ত। তাই সে দিক থেকে খুব একটা অসুবিধা হয় না। অনিন্দিতা বললেন, “সুদীপ ঘুম পাড়াতে পারে ভাল। সে দিন শুটিং থেকে ফিরে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। তবে সারাদিনে ওর পর্যাপ্ত খাবার আমি রেখে যাই। সকালে বুকের দুধ পাম্প করে রাখি। আবার শুটিংয়ের ফাঁকে দুধ পাম্প করে পাঠাই। আধ ঘণ্টা অন্তর আমায় ফ্লোরে বিরতি দেওয়া হয়।” এই মুহূর্তে দু’টি ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দিতা। ‘চিরসখা’ ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।