কখনও বিদেশে ঘুরতে যাচ্ছেন। কখনও আবার নতুন ব্যবসা শুরু করছেন। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁকে নিয়ে দর্শকের প্রশ্নেরও শেষ নেই। কেউ তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন করেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন তাঁর বিলাসবহুল ভ্রমণ নিয়ে। শোনা যায়, তিনি যে বাড়িতে থাকেন তাঁর দাম নাকি আড়াই কোটি টাকা। মাসিক প্রায় এক লক্ষ টাকা কিস্তি গোনেন অভিনেত্রী। সত্যিই কি তাই?
আনন্দবাজার ডট কম-এর তরফে প্রশ্ন করা হয়েছিল দেবচন্দ্রিমাকে। নায়িকা বললেন, “আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা আমি দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি তা হলে আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?” অভিনেত্রীকে নিয়ে নানা জনের নানা কথা। অনেক সময় তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছে। তাঁর ঘুরতে যাওয়ার ছবিতে অনেকে মন্তব্য করেছিলেন, “এত টাকা কোথা থেকে আসে?”
যদিও কোনও নেতিবাচক মন্তব্যের জবাব দিতে রাজি নন দেবচন্দ্রিমা। বললেন, “তিলে তিলে আমি নিজের জায়গা তৈরি করেছি। হতে পারে অনেক দিন খাইনি। তিন বছর ঘুরতে যাইনি। জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি তাতে অসুবিধার তো কিছু নেই। নিজের সাফল্য কেন ভাগ করে নেব না আমি?” সদ্য নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। মা আর দিদিই তাঁর এই ব্যবসা সামলাচ্ছেন। সেই সঙ্গে ওয়েব সিরিজ়ের কাজও চলছে। ১৫ অগস্ট মুক্তি পাবে তাঁর নতুন সিরিজ় ‘তোমাকে বুঝি না প্রিয়’।