প্রায় দেড় বছর হল তাঁকে ছোট পর্দায় দেখেননি দর্শক। বরং নিজেকে নতুন করে পর্দায় দেখতে উৎসাহী অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ইতিমধ্যেই তাঁর অভিনয় নিয়ে প্রশংসা বিভিন্ন মহলে। সদ্য সম্প্রচার শুরু হয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘প্রফেসর সেনগুপ্ত’র। রোমাঞ্চে ভরা এই সিরিজ়ে দর্শক দেখেছেন জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের। গত দেড় বছরে ছোট পর্দায় কাজ নেই বললেই চলে আর ঝুলিতে সিরিজ়ও মাত্র একটা। কেন কাজ এত কমিয়ে ফেলেছেন অভিনেত্রী? এখনও মাচা শো করতে গেলে দর্শকের একটাই চাহিদা থাকে, নায়িকা যেন স্টেজে উঠে ‘খুকুমণি হোম ডেলিভারি’র সংলাপ বলেন। এত জনপ্রিয়তার পরেও কেন কম কাজ করছেন তিনি?
আনন্দবাজার ডট কমকে দীপান্বিতা বলেন, “থ্রিলার আমার খুবই প্রিয়। আর এই ওয়েব সিরিজ়ে কত বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি তাতেই আমি খুশি। গত কয়েক বছরে অনেক বড় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। কাজের সুযোগ চেয়েছি। কিন্তু তাদের ঘনিষ্ঠ যাঁরা তাঁরাই সেখানে সুযোগ পান। আর ক্লিক শুধু আমার অভিনয় দেখেই সুযোগ দিয়েছে। আশা করছি, যখন অন্যান্য সংস্থা একই মুখ কাস্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন হয়তো আমাদের মতো কেউ সুযোগ পাবে।”
‘খুকুমণি হোম ডেলিভারি’র পরে আরও দু’টি ধারাবাহিকে অভিনয় করেছিলেন দীপান্বিতা। কিন্তু খুব বেশি দিন সম্প্রচারিত হয়নি সেই ধারাবাহিকগুলি। আগামী দিনে কি আর দেখা যাবে না তাঁকে ছোট পর্দায়? অভিনেত্রী জানিয়েছেন, অন্য মাধ্যমে কাজের জন্য অনেক দিন অপেক্ষা করেছেন তাঁরা। কিন্তু আর বেশি দিন নয়। আগামী দিনে যদি ভাল কোনও সুযোগ আসে তা হলে অবশ্যই ছোট পর্দায় অভিনয় করবেন।