অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের সৌজন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তার পর সে ভাবে দেখা যায়নি দীপান্বিতাকে। প্রথম বার ওয়েব সিরিজ়ে দেখা যাবে অভিনেত্রীকে। রহস্য, রোমাঞ্চে ঘেরা তাঁর নতুন সিরিজ়। নতুন কাহিনিতে দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে। নতুন সিরিজ়ের নাম ‘প্রফেসর সেনগুপ্ত’।
নতুন সিরিজ় ‘প্রফেসর সেনগুপ্ত’র এক দৃশ্য। ছবি: সংগৃহীত।
ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সাইকোলজির প্রফেসর। পাহাড়ের কোলে ছিমছাম বাড়িতে একাই থাকেন তিনি। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তাঁর বাড়িতে। তিন্নি এবং অনির্বাণের বন্ধুত্ব খুব ভাল। তাঁদের জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চের অফিসার রজত প্রবেশ করে। কারণ, জঙ্গলের রাস্তায় একটা মৃতদেহ পাওয়া গিয়েছে। দেখলে মনে হবে দুর্ঘটনা, ময়নাতদন্ত অবশ্য অন্য কথা বলে। এটা কি খুন? তার তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা। কারণ, যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত| এমনই এক গল্পকে কেন্দ্র করে নতুন ওয়েব সিরিজ় তৈরি করেছেন পরিচালক রাজদীপ ঘোষ। প্রযোজনার দায়িত্বে রোড এন্টারটেনমেন্ট ও ফিল্মস অ্যান্ড ফ্রেমস।
আরও পড়ুন:
প্রথম সিরিজ়ে অভিনয়, ফলে খুবই উত্তেজিত দীপান্বিতা। অভিনেত্রী বলেছেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউ আত্মপ্রকাশের যাত্রাটি ‘ক্লিক’-এর সঙ্গে করতে পেরেছি। আমি তাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং এখন ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সহ-অভিনেতারা দারুণ ছিলেন। শুটিং সেটে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল।” অভিনেতা জয়ের কথায়, মানসিক বিপর্যয়ের স্মৃতি ও লালসার টানাপড়েন, সংস্কার ও নৃশংসতার দ্বন্দ্ব—সব কিছুর ভারসাম্য বজায় রেখে অভিনয় ফুটিয়ে তোলা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। রাজদীপের পরিচালনায় এই কাজটি করে খুশি জয়ও।