যকৃতের ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর। অস্ত্রোপচারের পরেও চলছে চিকিৎসা। কঠিন সফরের অভিজ্ঞতা অনুরাগীদের ভাগ করে নিচ্ছেন তিনি। চলতি বছরের মে মাসে দীপিকা জানান তাঁর অসুখের কথা। তবে এই বছরের শুরু অর্থাৎ জানুয়ারী মাস থেকেই ক্যানসারের উপসর্গ দেখা দিয়েছিল তাঁর শরীরে।
জানুয়ারি থেকে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে শুরু করে। মে মাসে দীপিকা জানান, তিনি যকৃতের ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার দেড় মাস পর জানালেন, প্রথমে তিনি ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছিলেন। কেন এই পরীক্ষা করিয়েছিলেন, তাও জানান দীপিকা।
স্তন ক্যানসার শনাক্ত করার একটি পরীক্ষা হল ম্যামোগ্রাফি টেস্ট। দীপিকা জানান, চলতি বছরের শুরুর দিকে, প্রায়ই বাঁ দিকের কাঁধে ব্যথা করত তাঁর। নিজের সমাজমাধ্যমের ভিডিয়োয় দীপিকা বলেন, “ওই সময়েও আমি কিছু বুঝতে পারিনি। তখন একটি পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলাম, আমার বাঁ দিকের স্তনে একটি মাংস পিণ্ড তৈরি হয়েছে। তখন ভেবেছিলাম, এই কারণেই আমার শরীরটা ভাল যাচ্ছে না।”
আরও পড়ুন:
দীপিকা আরও বলেন, “পরের বারের পরীক্ষায় দেখা যায়, আমার বাঁ কাঁধের পেশিতে আঘাত লেগেছে।” সেই সময়ে তিন মাস পরে ফের ম্যামোগ্রাফি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তার মধ্যেই ধরা পড়ে তৃতীয় পর্যায়ের যকৃত ক্যানসার। কিন্তু স্তনের যন্ত্রণা তখনও ছিল। দীপিকা জানিয়েছেন, পুত্র রুহানকে স্তন্যপান করানোর সময়েও ব্যথা হত।
যকৃতের ক্যানসার ধরা পড়ার দেড় মাস পরে ফের ম্যামোগ্রাফি পরীক্ষা করান দীপিকা। তবে সেই রিপোর্ট ভাল আসে। জানুয়ারির রিপোর্টে লিম্ফ নোডের আয়তন বড় ছিল। কিন্তু সম্প্রতি ম্যামোগ্রাফি পরীক্ষায় লিম্ফ নোডে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।