পর্দায় সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পর্দার বাইরেও সমাজমাধ্যমে প্রায়ই নিজের খোলামেলা ছবি তুলে ধরেন তিনি। এ বার সে সব ছেড়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন এষা গুপ্ত। বলিউডের বহু তারকাই মহাকুম্ভে গিয়েছেন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন তাঁরা। এ বার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গেলেন এষা।
সাহসী পোশাক নয়, পরনে গেরুয়া শাড়ি। কপালে ছোট লাল টিপ, চুল বাঁধা। এই ভাবেই এষাকে দেখা গেল। অভিনেত্রীর দাবি, সনাতনী হিসাবে মহাকুম্ভে গিয়েছেন তিনি। সংবাদমাধ্যকে তিনি বলেন, “অন্যদের ব্যাপারে মন্তব্য করা বলিউড অভিনেতাদের কাজ নয়। তাই আমিও সেটা করব না। বলিউডে অভিনেতাদের কাজ অভিনয় করা। তবে এখানে আমি বলিউডের অভিনেতা হিসাবে আসিনি।”
এষা আরও বলেন, “এখানে আমি একজন সনাতনী হিসাবে এসেছি। সনাতন ধর্মের জন্য এসেছি। একজন মহিলা হিসাবে এসেছি। কুম্ভে আসার সুযোগ সচরাচর হয়ে ওঠে না আমাদের। তাই একটাই কথা বলব, ধর্মের জন্য হোক বা কর্মের জন্য, এক বার অন্তত কুম্ভে আসুন।”
আরও পড়ুন:
‘জন্নত ২’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউড সফর শুরু করেছিলেন তিনি। তার পর থেকে ‘রাজ় ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’-এর মতো নানা ছবিতে অভিনয় করেছেন এষা। সমাজমাধ্যমে প্রায়ই বিকিনি পরিহিত ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। সেই ছবির জন্য কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড থেকে অনুপম খের, মিলিন্দ সোমন, রেমো ডিসুজ়া, তনিশা মুখোপাধ্যায়, কবীর খান-সহ আরও অনেকে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন।