এক সাক্ষাৎকারে রণবীর সিংহ জানিয়েছিলেন, কী ভাবে তিনি দীপিকা পাড়ুকোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ‘টক শো’-এ এসে অভিনেতা জানিয়েছিলেন মলদ্বীপে, সমুদ্রের মাঝে একটি নির্জন দ্বীপে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এমনই বলিউডি কায়দায় বিয়ের প্রস্তাব পেলেন টেলিপাড়ার এক অভিনেত্রী। সাজিয়ে গুছিয়ে বিয়ের প্রস্তাবের চল কলকাতায় কমই দেখা যায়। মলদ্বীপে এমন চমক পেয়ে খুশি অভিনেত্রী গীতশ্রী রায়।
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তিনি। এই মুহূর্তে তাঁকে ‘শুভবিবাহ’ ধারাবাহিকে দেখছেন দর্শক। শুটিং থেকে এমনিতে ছুটি পাওয়া খুবই কঠিন। তবু, কাজের ফাঁকে ৬ দিনের ছুটি পেয়েছিলেন তিনি। সেই সুযোগেই বেড়াতে গিয়েছিলেন মলদ্বীপে। বেশ কিছু ছবি ইতিমধ্যেই তিনি পোস্ট করেছেন নিজের সমাজমাধ্যমের পাতায়।
দেখেই বোঝা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে প্রতিটি একান্ত মুহূর্ত উপভোগ করছেন তিনি। প্রায় তিন বছর হল প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রেম নিয়ে বেশি দিন লুকোছাপা করেননি অভিনেত্রী। প্রেমিক প্রবীর পেশায় ফুটবলার। বছরের দু’টি মাস, মে-জুন— তাঁর খেলার চাপ থাকে না। তাই বছরের এই সময়ই ঘুরতে যাওয়ার চেষ্টা করেন যুগলে। এই বছর তাই ঘুরতে গিয়েছিলেন মলদ্বীপে। অভিনেত্রী বললেন, “ওর এই সময় কাজের চাপ কম থাকে। তাই আমরা বছরের এই সময়টিকেই বেছে নিই ঘোরার জন্য।” ছোট থেকেই গীতশ্রী ঘুরতে যেতে ভালবাসেন। এত বছর ঘোরার পরিকল্পনা থেকে টিকিট কাটা, হোটেল বুকিং—সব দায়িত্ব থাকত গীতশ্রীর কাঁধে। প্রবীর জীবনে আসার পর তাঁর জীবনে অনেক পরিবর্তনই এসেছে।
আরও পড়ুন:
সে কথা স্বীকারও করেছেন গীতশ্রী। তিনি বলেন, “হ্যাঁ, অনেক দায়িত্ব হালকা হয়েছে। জামাকাপড় গোছানো থেকে ব্যাগ বয়ে নিয়ে যাওয়া, কোথায় কোন হোটেলে থাকব— সব চিন্তাই থাকে ওর মাথায়।” প্রবীর জীবনে আসার পর অসুবিধাও হয়েছে অবশ্য বেশ কিছু। গীতশ্রী নাকি কোনও কাজ আগে থেকে গুছিয়ে রাখতে পারেন না। সব কিছু শেষ মুহূর্তে করাই তাঁর অভ্যাস। কিন্তু খেলোয়াড় প্রবীর একেবারে বিপরীত মানুষ। ঘড়ির কাঁটা ধরে কাজ করেন তিনি। গীতশ্রী বললেন, “প্রবীর যে ভাবে সময় ধরে কাজ করে, আমি পেরে উঠি না। সময়ের অনেক আগে বিমানবন্দরে পৌঁছে যায়।”
তবে এ বারের সফর গীতশ্রীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, জানিয়েছেন নিজেই। অভিনেত্রী বলেন, “এ বারের সফর বিষয়ে কিছু জানতেই পারিনি। মলদ্বীপে খুব রোম্যান্টিক ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছে প্রবীর।” কিন্তু তার পর কী হল? তাঁর তরফে কী উত্তর গেল?
গীতশ্রী বলেন, “উত্তর দিতে এক মুহূর্তও দেরি করিনি। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দিয়েছি।” তা হলে খুব শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে বসবেন গীতশ্রী? অভিনেত্রী জানিয়েছেন, এত তাড়াতাড়ি কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি বললেন, “দিল্লি এখন অনেক দূরে।”