কয়েক দিন আগে প্রকাশ্যে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন, গত তিন মাস তাঁর ঝুলিতে তেমন কোনও কাজ নেই। শেষ ‘রঘু ডাকাত’ ছবিতে কাজ করেছিলেন তিনি। তার পর সে ভাবে কোনও কাজের সুযোগ আসেনি। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে লিখেছিলেন, ‘কারও তিন মাস কাজ নেই দেখে হা-হুতাশ, লেখালিখি, আমার তো বেশ কিছু বছর। প্রথা মেনে না চলার কারণে। তবে আছি, বেশ আছি।’ এ বার কাজ না থাকার আক্ষেপ নিজের সমাজমাধ্যমের পাতায় উগরে দিয়েছেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। ২০২৩ সালে শেষ বার শুটিং ফ্লোরে গিয়েছিলেন। তার পর আর সে ভাবে কোথাও থেকে ডাক পাচ্ছেন না তিনি। ‘রক্তপলাশ’, ‘লস্ট’, ‘ধানবাদ ব্লুজ়’— একাধিক সিরিজ়ে কাজ করেছেন তিনি। শেষ অভিনয় করেছিলেন ‘সূর্য’ ছবিতে তার পর কোনও কাজ নেই। কেন কাজ পাচ্ছেন না?
আনন্দবাজার ডট কমকে মৌমিতার স্পষ্ট উত্তর, তিনি নিজেই বুঝতে পারছেন না কী কারণে কাজ আসছে না। অভিনেত্রী বললেন, “প্রত্যেকেই আমার অভিনয়ের প্রশংসা করেন। কিন্তু কাজের বেলায় কেউই কোনও কথা বলেন না। নেপথ্যের কারণ সত্যিই জানা নেই। বহু বার হয়েছে, সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও আমায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতাও হয়েছে। কিন্তু ইদানীং টাকাপয়সা নিয়ে যা দরাদরি করতে হয় তা আমার পক্ষে সম্ভব নয়। ১৫ বছরের অভিনয় জীবন। ১০ বছর আগে আমি যে পারিশ্রমিক নিতাম। এখনও কি সেই পারিশ্রমিকেই কাজ করব! তা কি আদৌ সম্ভব! তাই বহু কাজ হাতছাড়া হয়েছে। তাই বুঝতে পারছি না এখন কী করা উচিত আমার।”
আরও পড়ুন:
নিজের সমাজমাধ্যমের পাতায় এ দিন অভিনেত্রী লেখেন, ‘আমি শেষ ছবি করেছি ‘সূর্য’ (২০২৩)। আজ ২০২৫ শেষ হতে যায়। অভিনেতা হিসাবে প্রচুর সুনাম পেয়েও গত দু’বছর আমি কাজ পাইনি। ফ্লোরে যাইনি, উপার্জনও করিনি। কই, আমাকে নিয়ে তো কেউ বলল না বা লিখল না? তিন মাস কাজ নেই তাঁর। সোশ্যাল মিডিয়া জুড়ে ১০০০তম রিল দেখতে দেখতে টনক নড়ল, বুঝতে পারলাম। তার পর গুণে দেখলাম, তিন বছর হয়ে যাবে এ বার আমি কাজ পাইনি। তাই আমি নিজেই লিখলাম।’ পরোক্ষ ভাবে মৌমিতার তিরও কি অনির্বাণের দিকে! আপাতত দূরদর্শনে ‘হরিঘোষের গোয়াল’ কমেডি সিরিজ়ে অভিনয় করে সংসার চালাচ্ছেন অভিনেত্রী।