Advertisement
E-Paper

বিপাশাকে ‘পুরুষালি’, পরে অনুষ্কাকে খোঁচা! ফের বড় বিতর্কে জড়ালেন মৃণাল ঠাকুর

সলমন খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল মৃণালের। কিন্তু তিনি বাদ পড়েছিলেন। তার পরে সেই জায়গায় অভিনয় করেছিলেন অনুষ্কা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯
Actress Mrunal Thakur gets trolled for taking a dig at Anushka Sharma

বিপাশা-অনুষ্কাকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে মৃণাল। ছবি: সংগৃহীত।

বিপাশা বসুকে ‘পুরুষালি’ বলে কটাক্ষের শিকার হয়েছিলেন। এ বার সেই মৃণাল ঠাকুরের নিশানায় কি অনুষ্কা শর্মা? অভিনেত্রীর একটি মন্তব্য শুনে তেমনই মনে করছে নেটাগরিক। মন্তব্য ছড়িয়ে পড়তেই ফের কটাক্ষের মুখে ‘সীতা রামন’-খ্যাত অভিনেত্রী।

সলমন খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল মৃণালের। কিন্তু তিনি বাদ পড়েছিলেন। তার পরে সেই জায়গায় অভিনয় করেছিলেন অনুষ্কা। সেই প্রসঙ্গে অনুষ্কার নাম না করেই এক সাক্ষাৎকারে খোঁচা দিয়েছিলেন মৃণাল। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কোনও ছবি থেকে তাঁকে প্রত্যাখ্যান করা হয়েছে বা তিনি নিজে প্রত্যাখ্যান করেছেন? উত্তরে মৃণাল বলেছিলেন, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। কিন্তু পরে আমি বুঝেছি, এই ছবিতে কাজ করলে পরে আমি হারিয়ে যেতাম।”

ছবির নায়িকা তখন খ্যাতি পেলেও, এখন তিনি কোনও কাজ করছেন না, এমন খোঁচাও দিয়েছেন মৃণাল। তিনি বলেছেন, “ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়। কারণ আমি রাতারাতি খ্যাতি বা সন্তুষ্টি চাই না। কারণ হঠাৎ করে যা আসে, তা হঠাৎ করেই চলে যায়।” এই মন্তব্য শুনে নেটাগরিকের মত, মৃণাল কথা বলেছেন অনুষ্কাকে নিয়েই। এক নেটাগরিক লিখেছেন, “অসম্ভব নিচু মনের মেয়ে। অন্য মহিলাকে অসম্মান করতেই হবে ওঁকে।” আর একজন লিখেছেন, “অনুষ্কা স্বেচ্ছায় আর ছবিতে কাজ করছেন না। তাই মৃণালের এই মন্তব্য মূর্খামি ছাড়া কিছু নয়।”

Mrunal Thakur Bipasha Basu Anushka Sharma Celeb Gossip Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy