Advertisement
E-Paper

বিপাশার শরীর ‘পুরুষালি’, ‘পেশিবহুল’! ম্রুণালের মন্তব্যের পাল্টা কী বললেন বাঙালি অভিনেত্রী?

বার বার শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে। মা হওয়ার পর থেকে অনেকটা ওজন বেড়েছে বিপাশার। সেই নিয়ে নিয়ে প্রতিবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ২১:০৯
Bipasha Basu reacts To Mrunal Thakur Old Video Calling Her \\\'Manly With Muscles

ম্রুণালকে কী উত্তর দিলেন বিপাশা? ছবি: সংগৃহীত।

বার বার শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে। মা হওয়ার পর থেকে অনেকটা ওজন বেড়েছে বিপাশার। সেই নিয়ে নিয়ে প্রতিবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু বছর দশেক আগে এই বিপাশারই চেহারা দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিল ইন্ডাস্ট্রির একাংশ। টানটান নির্মেদ চেহারা রাখতে নিয়মিত শরীর চর্চা করতেন। পেশবহুল বাহু ছিল, তবে বাহুল্য ছিল না। বছরকয়েক আগে বিপাশার এমন নির্মেদ চেহারা দেখে সমালোচনায় মুখর হন এই প্রজন্মের বড় পর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনও ছেলে পছন্দ করে না।’’ সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ ফের ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পাল্টা ম্রুণালকে জবাব দেন বাঙালি কন্যে।

এই ভিডিয়ো পুনরায় ভাইরাল হওয়া শুরু করলে ম্রুণাল লেখেন, ‘‘বন্ধ করুন।’’ তার পরেই উত্তর আসে বিপাশার তরফে। নিজের পেশির প্রশংসা যেমন করেন অন্যদের এমন পেশি বানানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ফের এক বার পুরুষতান্ত্রিকতা কী ভাবে সবার ভিতরে ঢুকে গিয়েছে সেটাই তুলে ধরেন। বিপাশা লেখেন, ‘‘ তুমি পেশি বানাও। এটা ভাল হলে দেখতে সুন্দর লাগে। তেমনই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়। কিন্তু আমাদের পুরনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের শারীরিক ভাবে বলিষ্ঠ দেখতে চায় না।’’

Bipasha Basu Mrunal Thakur Postpartum Weight Gain Orry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy