Advertisement
E-Paper

ভুল করে জুতো পায়ে পুজোর জায়গায়, সকলের সামনে শিবপ্রসাদকে কড়া বকুনি রাখির!

কাকতালীয় ভাবে বাস্তবে সরস্বতী পুজোর আগেই ‘আমার বস’-এর সেটে বাগ্দেবীর আরাধনা। সেখানেই নাকি ঘটেছিল বিপত্তি!

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪
‘আমার বস’ ছবির সেটে দেবী সরস্বতীর মূর্তির সামনে রাখি গুলজ়ার।

‘আমার বস’ ছবির সেটে দেবী সরস্বতীর মূর্তির সামনে রাখি গুলজ়ার। ছবি: সংগৃহীত।

আগের দিন থেকে সকলের মুখে চওড়া হাসি। সন্ধ্যায় দলবল মিলে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছেন। বাড়ির নির্দিষ্ট জায়গা সুন্দর করে সাজিয়ে প্রতিমা বসিয়েছেন। পরের দিন সকাল থেকে মহা ধুমধাম। রাখি গুলজ়ার, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জ়িনিয়া সেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস-সহ এক ঝাঁক অভিনেত্রী উপস্থিত। রয়েছেন উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সদস্যেরাও। সকলের সামনে হঠাৎ প্রবল বকুনি শিবপ্রসাদকে! বকলেন কে? স্বয়ং রাখি গুলজ়ার। কেন বকলেন? অন্যমনস্ক পরিচালক-অভিনেতা জুতো পায়ে পুজোয় জায়গায় চলে যাচ্ছিলেন!

পুজোর আয়োজন, উদ্‌যাপনের সেই ছবি আনন্দবাজার অনলাইনের পাতায়। বকুনি খেয়ে শিবপ্রসাদ কী করলেন?

পরিচালক-পত্নি এবং কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া আনন্দবাজার অনলাইনকে বললেন, “শিবু মাথা নীচু করে দাঁড়িয়ে। একটাও শব্দ নেই মুখে। রাখিদি নাগাড়ে বকে চলেছেন। আমরাও নির্বাক দর্শক।” কিছু ক্ষণ পরে নিজেই ঠাণ্ডা বর্ষীয়ান অভিনেত্রী। সকলকে ডেকে প্রসাদ দিলেন। মাথায়, বুকে ছুঁইয়ে দিলেন আরতির প্রদীপের শিখা। তার পর কোমর বেঁধে নেমে পড়লেন ভোগ রান্নায়! খিচুড়ি, ভাজা, লাবড়া, তরকারি, চাটনি— সব নিজে হাতে রাঁধলেন। জ়িনিয়ার কথায়, “বাংলাদেশের মেয়েরা এমনিতেই খুব ভাল রান্না জানেন। রাখিদির রান্না তো অমৃততুল্য।

‘আমার বস’ ছবির সেটে সরস্বতী পুজো।

‘আমার বস’ ছবির সেটে সরস্বতী পুজো।

তার পর? এ বার হেসে ফেললেন পরিচালক-পত্নি। সজাগ করে দিয়ে জানালেন, সবটাই হয়েছে গত বছর, নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় ‘আমার বস’ ছবির সেটে। গত জানুয়ারিতে ছবির শুটিং হয়েছিল। গল্পে সরস্বতী পুজোর দৃশ্য ছিল। কাকতালীয় ভাবে যে দিন দৃশ্য ক্যামেরাবন্দি হয় তার কয়েক দিন পরে বাস্তবে সরস্বতী পুজো! প্রযোজনা সংস্থার প্রত্যেকে এবং অভিনেতারা আগাম আনন্দে মেতেছিলেন। ছবির পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ জুটি। পরিচালনার পাশাপাশি তিনি এই ছবির নায়ক।

নিজের হাতে রেঁধেবেড়ে খাইয়েছেন রাখি গুলজ়ার।

নিজের হাতে রেঁধেবেড়ে খাইয়েছেন রাখি গুলজ়ার।

প্রযোজনা সংস্থার গত পুজোর ছবি ‘রক্তবীজ’-এর সময়েও প্রায় একই ঘটনা ঘটেছিল। সামনেই শারদীয়া। তার আগে সেটে দৃশ্যের প্রয়োজনে নিখুঁত দুর্গাপুজোর আয়োজন করেছিলেন পরিচালক জুটি। চার দিন ধরে দেবীর অকালবোধন হয়েছিল, নিয়মের নড়চড় না করে। জ়িনিয়ার কথায়, “এ বারেও আমরা আগাম সত্যিকারের পুজো সেরেছিলাম। দেবীকে ফলপ্রসাদ দেওয়া হয়েছিল। রাখিদির নির্দেশে সকলে খালিপেটে অঞ্জলি দেন। এ সব বিষয়ে দিদি খুব কড়া।” ‘আমার বস’ মুক্তি পাবে ২১ মে।

Amar Boss Rakhi Gulzar Nandita Roy Shiboprosad Mukherjee Zinia Sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy