গত কয়েক মাসে তিনটি ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘গুডবাই মাউন্টেন’ এবং ‘বেলা’। তার মধ্যে প্রথম দুটো ছবি দেখেছেন দর্শক। আর একটি মুক্তির অপেক্ষায়। দর্শকমহলে প্রশংসিত অভিনেত্রীর অভিনয়। ‘গুডবাই মাউন্টেন’ ছবিতে ঋতুপর্ণাকে দেখে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজভবনে আয়োজিত হয়েছিল ছবির প্রদর্শনী অনুষ্ঠান। ইন্দ্রাশিস আচার্যের পরিচালিত এই ছবির প্রেক্ষাপটের অনেকটা অংশ জুড়ে রয়েছে কেরল। পাহা়ড়, জঙ্গলের নীরবতা আরও বেশি নজর কেড়েছে রাজ্যপালের। কেরলেরই মানুষ সিভি আনন্দ বোস। ফলে সে দিক থেকে ছবি ঘিরে বাড়তি আগ্রহ একটা ছিলই।
আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, “দু’ঘণ্টার ছবি ‘গুডবাই মাউন্টেন’। পুরো ছবিটা মাননীয় রাজ্যপাল এবং ওঁর স্ত্রী বসে দেখেছেন। এটাই বড় প্রাপ্তি! পর্দায় কেরলকে দেখে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। দু’জনেরই খুব ভাল লেগেছে।” ঋতুপর্ণার অভিনয় দেখে কী বললেন রাজ্যপাল? তিনি জানিয়েছেন, গত তিন বছর ধরে শুধু বাংলা সিনেমা নয়, গোটা বাংলাকেই কাছ থেকে দেখেছেন।
ওই দিন অনুষ্ঠানের শেষে সিভি আনন্দ বোস এক প্রতিক্রিয়ায় বলেন, “বাংলা এবং কেরল— দুই-ই আমার প্রাণের জায়গা। এই ছবির প্রেক্ষাপটের সঙ্গে আমার আবেগ মিশে রয়েছে। সেই কারণে আরও বেশি ভাল লাগল। কিছুটা আন্দাজ ছিল আগে। নিজের চোখে এই ছবি দেখে আরও খুশি আমি।”