আচমকাই অসুস্থ অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দিন বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁকে। শহরের বিভিন্ন অঞ্চলে পুজোর আমন্ত্রণ থাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কোথাও যেতে পারছেন না তিনি, জানিয়ে দিলেন সায়ন্তিকার সহকারী। কী হয়েছে? আনন্দবাজার ডট কমকে সায়ন্তিকার সহকারী বলেন, “আবহাওয়া পরিবর্তনের জন্য যত সমস্যা। সর্দি-জ্বরে ভুগছেন।”
সামনেই একুশে জুলাই, তৃণমূলের ‘শহিদ দিবস’। বৃহস্পতিবার বৃষ্টি-রোদ মাথায় করে বরাহনগরের বিভিন্ন অঞ্চলে ‘শহিদ দিবসে’র প্রচার করছিলেন তিনি। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তাঁর। কিছু দিন আগেই দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়েছেন। সে কথা নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। প্রিয় পোষ্যকে হারিয়ে তাঁর মন যে একেবারে ভাল নেই, সেই দুঃখ প্রকাশ করেছিলেন সায়ন্তিকা।
প্রায়ই চারপেয়ে ‘সন্তান’দের নিয়ে ছবি ভাগ করে নেন সায়ন্তিকা। তেমনই এক পোষ্যকে হারালেন তিনি। সেই সারমেয়-সন্তানের নাম সিরাজ। প্রায়ই সিরাজের সঙ্গে ছবি ভাগ করে নিতেন সায়ন্তিকা। রবিবার সকাল সাতটায় মারা যায় তাঁর এই পোষ্য সারমেয়টি। সিরাজের সঙ্গে কাটানো বেশ কিছু মনে রাখার মতো মুহূর্ত ভাগ করে নিয়েছেন সায়ন্তিকা। কোথাও সায়ন্তিকার সঙ্গে বসে আছে সিরাজ। কোথাও আবার জানলা দিয়ে উঁকি মারছে সে। কোথাও আবার সায়ন্তিকার সঙ্গে চলছে তার খুনসুটি। অভিনেত্রী ছবির সঙ্গে লিখেছেন, “সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাকেও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর কখনওই আগের মতো থাকতে পারব না। তুই আমার গোটা পৃথিবী ছিলি। আমরা সবাই তোকে খুব ভালবাসি।”