চিন্তিত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। মেয়ে হওয়ার পর এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করেননি তিনি। কৃষভিকে দেখাশোনা করার জন্য পরিচারিকা রেখেছিলেন অভিনেত্রী। তাতেই ঘটল বিপত্তি। কাজের জন্য অভিনেত্রীকে অনেক সময় বাইরে বেরোতে হয়। স্বামী কাঞ্চন মল্লিকও ব্যস্ত রাজনীতি এবং অভিনয় নিয়ে। ফলে ২৪ ঘণ্টা মেয়েকে দেখার জন্য অন্য জনের সাহায্যের প্রয়োজন। যদিও শ্রীময়ীর মা সারা ক্ষণ রয়েছেন নাতনির সঙ্গে। কিন্তু একরত্তিকে একা হাতে সামলানো খুব কঠিন। তাই পরিচারিকা রেখেছিলেন শ্রীময়ী-কাঞ্চন। কিন্তু তাঁদের অনুপস্থিতিতে কী করলেন পরিচারিকা?
শ্রীময়ী জানিয়েছেন, বিপত্তারিণী পুজোর জন্য কিছু দিন আগে তাঁর মা নিজের বাড়ি গিয়েছিলেন। সে দিন শ্রীময়ী এবং কাঞ্চন দু’জনেই কাজের জন্য বাইরে ছিলেন। একরত্তিকে রেখে গিয়েছিলেন পরিচারিকা এবং বাড়ির ‘সিসিটিভি’ ক্যামেরার ভরসায়। যে ভয়ানক ছবি শ্রীময়ী দেখেছিলেন, তা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠেছেন অভিনেত্রী। তিনি বলেন, “মেয়ে কান্নাকাটি করছিল, দেখি মেয়েকে উপুড় করে মারছে। কাঞ্চন তো বলেছিল ওই মহিলার বিরুদ্ধে মামলা করবে।”
শুধু একরত্তির সঙ্গে দুর্ব্যবহারই নয়, বাড়ি থেকে অনেক জিনিস চুরি গিয়েছে বলেও দাবি অভিনেত্রীর। মেয়ের সঙ্গে ওই ঘটনা ঘটার পরে নতুন এক পরিচারিকা রেখেছিলেন তাঁরা। আচমকাই লক্ষ্য করেন , বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ, কাঁসার পাত্র কমে যাচ্ছে। তখনই বুঝতে পারেন কোথাও একটা সমস্যা রয়েছে। শ্রীময়ী তখন আবাসনের নিরাপত্তারক্ষী-সহ অনেকের থেকে খোঁজখবর নেন। অভিনেত্রী বলেন, “জানতে পারি, আমরা না থাকলে সিসিটিভি বন্ধ করে আমাদের বাড়ির দামি বাসন চুরি করে বাইরে পাচার করেন ওই পরিচারিকা।” এই ঘটনার পর থেকে চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের। মেয়েকে কোন ভরসায় রেখে বাড়ির বাইরে যাবেন? ভেবে পাচ্ছেন না শ্রীময়ী-কাঞ্চন।