বাংলাদেশেও ইধিকা পাল জনপ্রিয়। শাকিব খানের একের পর এক ছবির হিট নায়িকা তিনি। শোনা যাচ্ছিল, ও পার বাংলার আর এক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের ছবিতেও নাকি অভিনয় করবেন তিনি। যদিও সূত্রের খবর, শেষ মুহূর্তে নাকি ছবির নায়িকা বদলে গিয়েছে!
শোনা যাচ্ছে, সিয়ামের আগামী ছবি ‘রাক্ষস’-এ ইধিকা নয়, দেখা যেতে পারে টলিউডের আর এক নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে চুক্তিপত্র নাকি স্বাক্ষর হয়ে গিয়েছে।
খবরের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল সুস্মিতার সঙ্গে। নায়িকাকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ বার্তাতেও সাড়া দেননি। প্রসঙ্গত, অভিনেত্রী সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শেষ করেছেন।
তবে কথা বলেছেন ইধিকা। সিয়ামের ছবিতে তাঁর অভিনয়ের প্রসঙ্গ তুলতেই ইধিকা স্পষ্ট বলেছেন, “কোথা থেকে, কী ভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনও কথা হয়নি আমার সঙ্গে।”
এ দিকে, নায়িকাবদলের গুঞ্জন ছড়িয়ে পড়তেই দুই দেশ তোলপাড়। শাকিবের ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুনই সিয়ামের ছবিও প্রযোজনা করতে চলেছেন। নায়িকা বদলালেও ছবির পরিচালক অবশ্য বদলাননি। শাকিবের ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ই সিয়ামকে পরিচালনা করবেন।
সুস্মিতা চট্টোপাধ্যায় বাংলাদেশি ছবি ‘রাক্ষস’-এর নায়িকা? ছবি: ফেসবুক।
ডিসেম্বরে ঢাকায় ‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে। নতুন বছরে পুরো দল চলে যাবে শ্রীলঙ্কায় শুটিং করতে। সুস্মিতা নাকি তারই প্রস্তুতিতে ব্যস্ত। প্রস্তুতি নিচ্ছেন সিয়ামও। তিনি সদ্য শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ ছবির শুটিং।
প্রসঙ্গত, এর আগে শাকিবের আগামী ইদের ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করার কথা ছিল ইধিকার। পরে তাঁর জায়গায় আসেন টলিউডের আর এক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের ‘প্রজাপতি ২’তে দেবের বিপরীতে অভিনয় করে বড়পর্দায় পা রাখতে চলেছেন জ্যোতির্ময়ী।