মাত্র সাত মাসেই সকলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছিলেন তিনি। এত তাড়াতাড়ি যে সম্পর্ক ছিন্ন করতে হবে ভাবেননি। ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে চোখে জল পর্দার রোশনাইয়ের। অভিনেত্রী তিয়াসা লেপচাকে এত দিন দর্শক দেখছিলেন রোশনাই চরিত্রে। প্রথমে এই চরিত্রে দর্শক দেখেছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। কিন্তু মাঝ পথেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তার পরেই অভিনেত্রী তিয়াসাকে দেখা যায় সেই চরিত্রে। এই প্রথম শন বন্দ্যোপাধ্যায় এবং তিয়াসাকে জুটিতে দেখা গিয়েছিল। ধারাবাহিক শেষে মন ভাল নেই তিয়াসার।
আরও পড়ুন:
আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “সকাল থেকে কোনও তাড়াহুড়ো নেই। কল টাইম নেই। আজকের সকালটা সত্যিই অন্য রকম। প্রতি দিন ১৪ ঘণ্টা শুটিং সেটেই কাটে আমাদের। একটা ছুটি পেলে ভাল লাগে। কিন্তু আবার কাজ একেবারে না থাকলে খুব মনখারাপ হয়।” দিনের বেশি সময়ই অভিনেত্রীরা কাটান তাঁদের রূপসজ্জার ঘরে। সেই ঘরের আয়না, চেয়ার, রূপসজ্জার জিনিসপত্র—সব কিছুর উপর মায়া পড়ে যায়। তিয়াসার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তিনি বললেন, “খুব মনে পড়বে আমাদের মেকআপের ঘরটা। ওখানেই তো সর্ব ক্ষণ থাকতাম। কত কত স্মৃতি। একসঙ্গে খাওয়াদাওয়া, গল্প করা। তবে পুরনো শেষ হয়ে নতুন আসার নামই তো জীবন।”
আগে তিয়াসাকে দর্শক দেখেছিলেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। সেই কাহিনি খুব বেশি দিন সম্প্রচারিত হয়নি। এই গল্পেও অন্য ভাবে অভিনেত্রীকে পেয়েছিলেন দর্শক। আগামী দিনে কী ভাবে দেখা যাবে তিয়াসাকে? সেই উত্তর এখনও অধরা।