টেলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর। মঙ্গলবার সকালেই অভিনেত্রী সুস্মিতা রায়ের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে এসেছে। আবারও আরও এক বিবাহবিচ্ছেদ। অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের বিয়ে। ‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে তাঁদের সম্পর্কের শুরু। খুব অল্প সময় প্রেম পর্বের পরেই বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। তিন বছরের সংসার তাঁদের। কিন্তু আর একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? ছবি: সংগৃহীত।
এ প্রসঙ্গে কৌশিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কমের তরফে। অভিনেতা বলেছেন, “এই পরিস্থিতিতে ঠিক কী বলা উচিত আমি জানি। কারণও বলতে পারব না। দু’জনেই নিজেদের মতো করে জীবন গোছানোর চেষ্টা করছি। মাঝে বেশ কিছু দিন আলাদা থাকছিলাম। বেশি কিছু বলতে পারছি না। আমার একটু সময় দরকার।”
ইনস্টাগ্রামের পাতায় কী লিখেছেন দীপ্সিতা? তিনি লেখেন, “সবাইকে জানাতে চাই আমি আর কৌশিক যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে না থাকার। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এটাই আমাদের জীবনের জন্য সঠিক হবে বলে মনে হয়েছে। অনুরোধ করব দয়া করে নিজেদের ভাবনার উপর ভিত্তি করে কোনও ভুল তথ্য ছড়াবেন না।” উল্লেখ্য, এই মুহূর্তে কৌশিককে দর্শক দেখছিলেন ‘রোশনাই’ ধারাবাহিকে। সেই কাহিনি শেষ হয়েছে সদ্য। আপাতত অভিনেতা নতুন কোনও কাজে হাত দেননি। আর দীপ্সিতাকে দর্শক দেখছেন ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে।