Advertisement
E-Paper

জীবনে নতুন মোড়? খোলা চুল, শিফন শাড়িতে লাস্যময়ী 'শ্যামা'!

দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৬:৩৪
শ্যামা।

শ্যামা।

শ্যামা এ বার তাক লাগিয়ে দিলেন অন্যরূপে! কাঁধ অবধি ঢেউ খেলানো চুল, গালে মেক আপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সহজ সরল শ্যামা এখন লাস্যময়ী। গায়ে উঠেছে নীল শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাঁকে যেন চেনার উপায় নেই!

মাথায় ঘোমটা, মাঝে মোটা সিঁথি, তাতে চওড়া করে সিঁদুর। আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে মুখে স্মিত হাসি নিয়ে এ ভাবেই রোজ সন্ধে বেলা বাঙালির ড্রয়িং রুমে হাজির হন তিয়াসা ওরফে ‘শ্যামা’। এই নতুন লুক যেন নিমেষেই তিয়াসার সেই চেনা ছবি মুছে দিয়েছে। দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’।

এই ‘লাভ বার্ডস’ মজেছিলেন রং মিলান্তিতে। সুবান নীল পাঞ্জাবিতে তিয়াসার স্বপ্নের পুরুষ, তিয়াসা নীল শাড়িতে সুবানের ‘স্বপ্নে দেখা রাজকন্যে’!

. “I think there is beauty in everything. What ‘normal’ people would perceive as ugly, I can usually see something of beauty in it.” 💜 #newlook #photoshoot #fashion #womensfashion #newstyle #newlook #bold #somethingdifferent #loveyourlife #stayfashionable #instafashion #instapost

A post shared by Tiyasha Roy (Official) (@roy.tiyasha_krishnakoli) on

A post shared by Tiyasha Roy (Official) (@roy.tiyasha_krishnakoli) on

তিয়াসার এক নতুন অবতারকে ভালবাসছেন দর্শকরা। ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট সেকশন অন্তত তেমনটাই বলছে। যে ‘শ্যামা’ কে রোজ বাঙালি শাড়ি, শাখা-সিঁদুরে দেখে অভ্যস্থ, তাঁদের কাছে তিয়াসার এই নতুন সম্মোহনী চমক কোনও উপহারের চেয়ে কম নয়!

আরও পড়ুন: নুসরতের 'নাগিন' বন্ধু বলে ট্রোল হলেন অভিনেত্রী মিমি

আরও পড়ুন: লোকের গোপন কথা ‘ফাঁস’ করে দেন তুহিনা? ভেদ করেন রহস্য!

Krishnakoli Tiyasha Roy Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy