প্রথমে সুশান্ত সিংহ রাজপুত। আর এ বার প্রিয়া মরাঠে। ৩৮ বছর অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের উষা নাডকর্ণী। এই ধারাবাহিকেই একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।
২০২০-তে প্রয়াত হন সুশান্ত। ধারাবাহিকে নায়কের চরিত্রে ছিলেন তিনি। প্রিয়া ছিলেন বর্ষা নামে একটি পার্শ্বচরিত্রে। গত দু’বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। প্রিয়া নাকি মানুষ হিসেবে খুব শান্ত ছিলেন। কাজের বাইরে অন্য কিছুর দিকে নজর দিতেন না।
শোকাচ্ছন্ন উষা সংবাদমাধ্যমকে বলেছেন, “এটা তো ওর চলে যাওয়ার বয়সই নয়। এই তো কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। বাচ্চাদের মানুষ করছিল। কয়েক দিন আগেও ভাবছিলাম, ওর সঙ্গে দেখা করতে যাব। কিন্তু তার পরে পিছিয়ে গেলাম ওর কথা ভেবেই। হয়তো সেই সময়ে ওর চেহারার অবস্থা ঠিক ছিল না, চুল উঠে গিয়েছিল ক্যানসারের চিকিৎসার জন্য। ও হয়তো অস্বস্তি বোধ করত ওই পরিস্থিতিতে আমরা দেখতে গেলে।”
আরও পড়ুন:
সুশান্তের মৃত্যুর পরেও ভেঙে পড়েছিলেন উষা। বর্ষীয়ান অভিনেতা বলেন, “প্রথমে সুশান্ত ছেড়ে চলে গেল। আর এ বার প্রিয়া চলে গেল। যেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের হৃদয় আর আত্মা দুটোই চলে গেল। সেটে আমরা পুরো বাড়ির মতোই থাকতাম।”
দুই বছর আগে অঙ্কিতা লোখান্ডের বাড়িতে প্রিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রীর।
হিন্দি ও মরাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরন’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।