Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Akshay Kumar

মুখে ‘হর হর মহাদেব’, কেদারনাথের পর কোন তীর্থক্ষেত্রে অক্ষয় কুমার?

এই মুহূর্তে দেহরাদূনে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত অক্ষয় এর মাঝেই তীর্থক্ষেত্রে ঘন ঘন আসা-যাওয়া অক্ষয় কুমারের।

Picture OF Akshay Kumar

কোদরনাথের পর কোন তীর্থক্ষেত্রে গেলেন খিলাড়ি কুমার? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৫:৩০
Share: Save:

চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডে যান অভিনেতা অক্ষয় কুমার। সেখানে কেদারনাথের দর্শন করেন অভিনেতা। এ বার সোজা বদ্রীনাথে গেলেন অক্ষয়। অভিনেতার কপালে শ্বেতচন্দনের প্রলেপ, গলায় উত্তরীয়, পরনে কালো হুডি ও ট্রাউজার্স। মুখে শুধুই হর হর মহাদেব বুলি। এ ভাবে ভিড়ের মাঝেই এগিয়ে চললেন মন্দিরের দিকে। প্রিয় তারকাকে দেখতে তত ক্ষণ দর্শনার্থীদের ভিড় মন্দির প্রাঙ্গণে। ভিড় সামালাতে দেখা গেল উত্তরাখণ্ড পুলিশকে। উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে হাতজোড় করেন অক্ষয়।

গত বছর অক্ষয়ের মোট ৫টি ছবি মুক্তি পেয়েছিল। কিন্তু এর মধ্যে একটি ছবিও দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি। বক্স অফিসেও অক্ষয় অভিনীত সাম্প্রতিক ছবিগুলির ফলাফল খুব খারাপ। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল অক্ষয় অভিনীত ‘সেলফি’। সেটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সূত্রের খবর, এই মুহূর্তে দেহরাদূনে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত অক্ষয়। সেই ফাঁকে তীর্থযাত্রা সারছেন অভিনেতা। আসলে পর পর পাঁচটি ছবি অসফল হওয়ার পর অভিনেতার ছবি বাছাই নিয়ে প্রশ্ন উঠেছে। একটা বড় অংশের মত, ভবিষ্যতে কিছুটা জল মেপে পদক্ষেপ করা উচিত অভিনেতার। তবে কেদারনাথ বা বদ্রীনাথের কাছে কী চাইলেন? সেটা গোপনেই রাখতে চাইছেন খিলাড়ি কুমার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE