Advertisement
E-Paper

বচ্চন পরিবারের ঐতিহ্য বহন করতে পারবেন না! নিজের পদবি প্রসঙ্গে কী বললেন অমিতাভের নাতি অগস্ত্য?

সম্প্রতি মুক্তি পেয়েছে অগস্ত্য নন্দর প্রথম বড়পর্দার ছবি ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তারকা পরিবারের অংশ হওয়ায় কি অতিরিক্ত দায়িত্ব থাকে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫০
Agastya Nanda said that he does not feel the pressure of being a part of Bachchan family

বচ্চন পরিবার নিয়ে কেন এমন বললেন অগস্ত্য? ছবি: সংগৃহীত।

কোনও ভাবেই দাদু অমিতাভ বচ্চন ও মামা অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের ঐতিহ্য বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। স্পষ্ট জানিয়ে দিলেন অগস্ত্য নন্দ। কেন এমন মন্তব্য করলেন অমিতাভের দৌহিত্র?

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ-কন্যা শ্বেতা নন্দর ছেলে অগস্ত্যের প্রথম বড়পর্দার ছবি ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তারকা পরিবারের রক্ত তাঁর শরীরে। তা হলে কি অতিরিক্ত দায়িত্ব থাকে ঐতিহ্য রক্ষার? কোন কোন বিষয়গুলির থেকে নজর রাখতে হয়? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে অগস্ত্য জানান, তারকা পরিবারের অংশ হওয়ার কোনও চাপ তাঁর উপর রয়েছে বলে তিনি মনে করেন না। কারণ, তিনি সরাসরি তারকা পরিবারের অংশ নন। অগস্ত্য বলেন, “আমি একটুও চাপ নিই না। কারণ আমি জানি, এই ঐতিহ্য বহন করার অধিকার আমার নেই। আমার পদবি নন্দ। আমি প্রথমে আমার বাবার সন্তান। তাই ওঁকে গর্বিত করার দিকে আমি সবচেয়ে বেশি মনোযোগ দিই। আমার বাবার ঐতিহ্য বহন করার দিকেই আমি মন দিই।”

দাদুর পরিবারের অভিনেতাদের কাজ পছন্দ করেন অগস্ত্য। তবে কখনও সেই ঐতিহ্য বহন করতে হবে, এমনটা ভাবেন না। তাঁর কথায়, “আমার পরিবারের অন্য অভিনেতাদের কাজ আমি পছন্দ করি। কিন্তু আমি কখনওই মনে করি না, আমি তাঁদেরই পরবর্তী সংস্করণ হয়ে উঠব। তাই এই সব নিয়ে ভাবার সময়ই থাকে না আমার কাছে।”

১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ইক্কিস’। এর আগে ওটিটি-তে অগস্ত্যের ছবি ‘আর্চিজ়’ দেখেছেন দর্শক।

Agastya Nanda Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy