১৪ ফেব্রুয়ারি তাঁর ছবি ‘ছাওয়া’র মুক্তি। তার আগে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ভিকি কৌশল। ছত্রপতি শিবাজির ছেলে মরাঠা বীর সম্ভাজির চরিত্রে দেখা যাবে ভিকিকে। এমনিতেই ছবিনির্মাণে উনিশ-বিশ হলে ছেড়ে কথা বলবে না, আগেই বলে রেখেছে শিবসেনা। যদিও এই ছবির নির্মাতা দলের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে তাঁদের। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবির প্রচার সেরেছেন অভিনেতা। এ বার মুক্তির আগের দিন প্রয়াগরাজ পৌঁছলেন ভিকি।
আরও পড়ুন:
১৪৪ বছরে এমন মহাকুম্ভ যোগ এক বারই আসে। সারা বিশ্ব থেকে মানুষ আসছেন প্রয়াগরাজে পুণ্যস্নান করতে। ছবির প্রচারের আগে অমৃতসরের স্বর্ণমন্দির, শিরডী সাইবাবার মন্দির,ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা। শেষ গন্তব্য ছিল প্রয়াগরাজ। মহাকুম্ভে পৌঁছে খুশি ভিকি বলেন, ‘‘আমার খুব ভাল লাগছে। অনেক দিন ধরেই চাইছিলাম এই মহাকুম্ভে যোগ দিতে। আজ নিজেকে খুব ভাগ্যবান বলে হচ্ছে।’’