এমনিতেই কমেডির সঙ্গে তেমন সম্পর্ক নেই। গিয়েছিলেন ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বিচারক হয়ে। সেখানেই এমন এক মন্তব্য করে বসেন যার জেরে বিপাকে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। ওই অনুষ্ঠানে এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” ব্যস, তার পর থেকেই শোরগোল। ঘটনা এমন আকার ধারণ করে যে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। ইউটিউবারের তীব্র সমালোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। রণবীরের পর এ বার ভাইরাল কপিল শর্মার ভিডিয়ো। সেখানেই তিনি বলে বসেন, সন্তানেরা মা-বাবার কবাডি খেলা দেখে ঘুমিয়ে পড়ে।
আরও পড়ুন:
কপিল দেশের অন্যতম খ্যাতনামী কৌতুকাভিনেতা। লোক হাসাতে গিয়ে অনেক ধরনের শব্দ ব্যবহার করেন কপিল। দর্শক সাড়াও দেন, আনন্দ পান। ২০২৩ সালে কপিল তাঁর শোয়ে এমনই এক মন্তব্য করেন। সেখানে বাচ্চাদের রাতে ক্রিকেট খেলার প্রসঙ্গে কথা বলেন। সেখানেই কপিল বলেন, ‘‘রাত দুটোয় ক্রিকেট দেখতে উঠে সন্তানেরা বাবা-মায়ের কবাডি খেলা দেখে ঘুমিয়ে পড়ে।’’ কপিলের এ হেন মন্তব্যে মিটিমিটি হাসতে দেখা যায় শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংহকে। অনেকেরই ধারণা, কপিল এই মন্তব্যে যৌনতার দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু রণবীরের মন্তব্যের পর তাঁর পুরনো ভিডিয়ো ভাইরাল হতে কপিল সোজাসাপ্টা বলেন, ‘‘আমি কবাডি খেলা বলতে ঝগড়ার কথা বুঝিয়েছি।’’ যদিও তাতে মন গলেনি নেটপাড়ার। কপিল নিয়ে নেটপাড়ায় ফিসফিসানি শুরু হয়েছে ইতিমধ্যেই।