দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গেলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর বিনা অনুমতিতে যেখানে সেখানে তাঁর ছবি, নামের ব্যবহারে বিরক্ত হয়ে আইনি সাহায্য চাইলেন।
‘পাবলিক ফিগার’ হিসেবে অভিনেত্রী ঐশ্বর্যার ছবি, নাম বা পরিচিতি সকলের হাতের মুঠোয়। সেই কারণেই কি যে কোনও আপত্তিকর কাজকর্মের সহজ লক্ষ্য তিনি? অন্য একাধিক তারকার মতো একই প্রশ্ন তুলেছেন ঐশ্বর্যাও। অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ নায়িকার। আদালতে তাঁর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস কারিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।
আরও পড়ুন:
অভিনেত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সন্দীপ সেঠী। ঐশ্বর্যার মুখ বা নামের অপব্যবহার করে ভুয়ো প্রচার করা হচ্ছে বলে আদালতে জানান তিনি। অভিনেত্রীর নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তা-ই নয়, অভিনেত্রীর কণ্ঠস্বরও বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। ঐশ্বর্যার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন ইউআরএল-গুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি।