সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকে তাঁর সম্পত্তির পরিমাণ ও ভাগাভাগি নিয়ে চলছে তরজা। করিশ্মা কপূরের দুই সন্তানের দাবি, তাঁদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এ সবের মধ্যেই করিশ্মার সম্পত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অক্ষয় কুমার। মুম্বইয়ের বান্দ্রায় নাকি প্রতিটি আবাসনেই একটি করে ফ্ল্যাট রয়েছে করিশ্মা ও তাঁর পরিবারের।
একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিশ্মা ও অক্ষয় দু’জনেই। সেখানে কিছুটা রসিকতা করেই তিনি বলেন, “বান্দ্রায় প্রত্যেক আবাসনে একটি করে ফ্ল্যাট রয়েছে ওদের। বিল্ডিং-এর সামনে বোর্ডে লেখা থাকে, ‘কে কপূর’। কিন্তু আমার প্রশ্ন, ‘ওরা এত ফ্ল্যাট কিনছে কেন?’ ওরা এ বার সান্তাক্রুজ় ও খারেও যেতে চায়। কিন্তু ওরা যথেষ্ট সৎ মানুষ। ওঁরা কিন্তু একটি আবাসনে একটির বেশি ফ্ল্যাট কেনেন না। অন্য ফ্ল্যাটগুলি অন্যদের জন্য ওঁরা ছেড়ে দেন!”
আরও পড়ুন:
করিশ্মা নাকি এতই ধনী যে, এক এক রাতে এক একটি ভিন্ন ফ্ল্যাটে থাকেন। এমন দাবিও করেছেন অক্ষয়। অভিনেতার এই রসিকতা শুনে করিশ্মা দাবি করেন, মুম্বইয়ের গোটা জুহু এলাকাই অক্ষয়ের সম্পত্তি বলা যেতে পারে।
এই প্রথম নয়। এর আগেও বহু বার করিশ্মার সঙ্গে এই ধরনের রসিকতা করেছেন ‘খিলাড়ি’ কুমার। বিশেষত করিশ্মাদের সম্পত্তি নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। ছবির সেটেও করিশ্মা ও করিনার সঙ্গে অক্ষয়ের খুনসুটির সম্পর্ক। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, “আমি কত টাকা কামাচ্ছি, এই নিয়ে বেবো ও লোলো আমার পিছনে লাগে। অন্য দিকে আমিও ওদের সঙ্গে মশকরা করি। কারণ প্রতিটা আবাসনে ওদের একটা করে ফ্ল্যাট রয়েছে। এটাই আমাদের মশকরা করার বিষয়।”