আলোর উৎসবেই এল দুঃসংবাদ। ৮৪ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানী। বলিউডে শোকের ছায়া। শোকস্তব্ধ অক্ষয় কুমার। গত সপ্তাহেই একসঙ্গে ‘হ্যায়বান’ ছবির শুটিং সেরেছেন তাঁরা। যথারীতি আচমকা এই খবরে হতবাক অক্ষয়ও।
২০ অক্টোবর আসরানীর প্রয়াণের খবর আসে। এ দিন বেশ রাতের দিকে সমাজমাধ্যমের পাতায় আবেগঘন পোস্ট করেন অক্ষয়। ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ বা ‘খট্টা মিঠা’র মতো একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। অক্ষয় এ দিন সমাজমাধ্যমে লেখেন, “আসরানীজির মৃত্যুর খবরে শোকস্তব্ধ। ভাষা হারিয়েছি। মাত্র এক সপ্তাহ আগেই ‘হ্যায়বান’-এর শুট করলাম, উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলাম।” তিনি আরও যোগ করেন, “খুব ভাল মানুষ ছিলেন। তাঁর কৌতুকের জ্ঞান ছিল দারুণ। আমাদের একসঙ্গে করা ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’ থেকে ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’ আর এখন মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূত বাংলা’ আর ‘হ্যায়বান’— আমরা একসঙ্গে কাজ করেছি আর ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। আমাদের হাসার কোটি কোটি মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আসরানী স্যর। ওম শান্তি।”
আরও পড়ুন:
এই পোস্টের সঙ্গে একটি ছবিও ভাগ করে নেন অক্ষয়। একটি স্কুটিতে আসরানীর পিছনে অক্ষয় বসে। ছবিটি সম্ভবত তাঁদের আসন্ন কোনও সিনেমার দৃশ্য।