Advertisement
E-Paper

অক্ষয়ের ‘সুপার ফান’ ছুটি

এক সপ্তাহের মধ্যেই বলিউডের ‘খিলাড়ি’ বেরিয়ে পড়বেন নিরুদ্দেশের পথে। স্ত্রী টুইঙ্কল খন্না, ছেলে আরভ ও মেয়ে নিতারাকে নিয়ে দক্ষিণ ফ্রান্সের অলিগলিতে এক মাসের ছুটি কাটাতে যাবেন অক্ষয় কুমার। কিন্তু কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন— কিছুই ঠিক করেননি অক্ষয়। হোটেল‌ে বুকিং পর্যন্ত করেননি তিনি। একটি গাড়ি ভাড়া করে মালপত্তর সমেত সবাই উঠে পড়বে। তার পর যখন যে শহর ভাল লাগবে, থেকে যাবেন সেখানেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০০:০০

এক সপ্তাহের মধ্যেই বলিউডের ‘খিলাড়ি’ বেরিয়ে পড়বেন নিরুদ্দেশের পথে। স্ত্রী টুইঙ্কল খন্না, ছেলে আরভ ও মেয়ে নিতারাকে নিয়ে দক্ষিণ ফ্রান্সের অলিগলিতে এক মাসের ছুটি কাটাতে যাবেন অক্ষয় কুমার। কিন্তু কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন— কিছুই ঠিক করেননি অক্ষয়। হোটেল‌ে বুকিং পর্যন্ত করেননি তিনি। একটি গাড়ি ভাড়া করে মালপত্তর সমেত সবাই উঠে পড়বে। তার পর যখন যে শহর ভাল লাগবে, থেকে যাবেন সেখানেই। তাও আবার যত দিন খুশি। আদতে প্রচণ্ড শৃঙ্খলায় জীবন কাটানো অক্ষয়ের এ হেন পাগলামিতে বেজায় খুশি রাজেশ-কন্যাও। কাজের জায়গায় সবসময়ই নিয়ম মেনে চলেন অক্ষয়। তবে এও ঠিক যে একটি ছবির কাজ শেষ হলেই তিনি সপরিবারে কোথাও না কোথাও বেড়াতে যান। তাই পুরো ব্যাপারটাই ‘সুপার ফান’ হিসাবে উপভোগ করতে চাইছেন অক্ষয়।

Akshay Kumar Twinkle Khanna Aarav Nitara Rajesh Khanna Khiladi South France
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy