আলিয়া ভট্ট কি এ বার পাকিস্তান যাবেন? প্রতিবেশী দেশের এক অনুরাগী সরাসরি অভিনেত্রীকে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরে আলিয়া যা বলেছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন আলিয়া। গ্যাল গ্যাডোট ও জেমি ডোরনানের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সম্প্রতি এমনই এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আলিয়া।
অভিনেত্রী বিদেশি ছবিতে কাজ করা নিয়ে কথা বলছিলেন। সেই সময়ে দর্শক আসন থেকে এক অনুরাগী প্রশ্ন করেন, আলিয়া কি কখনও পাকিস্তানে আসবেন? সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। অভিনেত্রী শুধু জানিয়েছেন, কাজের প্রয়োজনে তিনি যে কোনও জায়গাতেই যেতে রাজি। আলিয়ার এই মন্তব্য মুহূর্তে সমাজমাধ্যমের আলোচনায় উঠে আসে। অনুরাগীদের দাবি, অভিনেত্রী খুব সাবলীল ভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরও পড়ুন:
এই অনুষ্ঠানেই স্বজনপোষণ নিয়েও আলোচনা করেন আলিয়া। পরিচালক মহেশ ভট্টের কনিষ্ঠ কন্যার বক্তব্য, দর্শকের সামনে ভাল কিছু প্রদর্শন করা হলে, অন্য সব কিছু তাঁরা ক্ষমা করে দেন। একসময় তারকা পরিবার থেকে আসার জন্য তিনিও কটাক্ষের শিকার হয়েছিলেন। কিন্তু ক্রমশ নিজের অভিনয়দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। উল্লেখ্য, আলিয়ার মা সোনি রাজদানও বলিউডের প্রশংসিত অভিনেত্রী। আলিয়ার দিদি পূজাও নব্বইয়ের দশকে বাবা মহেশ ভট্ট-সহ একাধিক পরিচালকের ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
আলিয়া জানান, বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জীবনেও নানা ধরনের পরিবর্তন এসেছে। অভিনেত্রীর কথায়, “আমার যখন অল্প বয়স, ২০ বছরের আশপাশে, তখন আমি সব কিছু করার চেষ্টা করতাম। সেই সময়ে অন্য রকম উত্তেজনা ছিল। এখন প্রায় এক যুগ পরে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।”
উল্লেখ্য, আলিয়াকে এর পরে দেখা যাবে ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে।