কৃষ্ণা অভিষেকের সঙ্গে অশান্তির জেরেই নাকি কপিল শর্মার অনুষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কীকূ শারদা। কয়েক দিন ধরে এই আলোচনাই চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। কেউ কেউ ভেবে নিয়েছেন এই সমস্যার জন্যই অন্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও ভাবছেন কীকূ। এত দিন চুপ থাকলেও অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা।
সমাজমাধ্যমের পাতায় একটি ছবি দিয়ে তিনি লেখেন, “এই বন্ধন কখনও ভাঙবে না। লড়াই শুধু মজার।” সেই সঙ্গে কীকূ যোগ করেন, তিনি এখনও কপিলের অনুষ্ঠানের অংশ। যা রটছে, সবটাই গুজব। অনুরোধ জানিয়েছেন কেউ যেন রটনায় কান না দেন। বরং তাঁদের অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর ছবি দেখে অনুরাগীরা নিশ্চিন্ত।
দু’দিন আগে এই প্রসঙ্গে অর্চনা পূরণ সিংহও জানিয়েছিলেন, যা রটছে সবটাই ভুল তথ্য। এই আলোচনার সূত্রপাত কোথা থেকে? আচমকাই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। যেখানে দেখা গিয়েছিল, কীকূ এবং কৃষ্ণার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। দু’জনেই বচসায় জড়িয়েছেন। যা দেখে, পুরো বিষয়টিকে সত্যি বলে ধরে নেয় দর্শকের একাংশ। তবে এই ধরনের বচসা আগেও কপিলের অনুষ্ঠানে দেখা গিয়েছে। যার সবটাই ছিল চিত্রনাট্যের অংশ। কিন্তু, এ ক্ষেত্রে সবাই কেন সত্যি ভেবে নিল সেটাই বুঝতে পারছেন না কীকূ এবং বাকিরা।