এখনও দু’বছর হয়নি বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। তাঁদের সংসার, ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। সমাজমাধ্যমে তাঁরা কখন কী পোস্ট করছেন সব নখদর্পণে অনুরাগীদের। সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শীঘ্রই সুখবর শোনাতে চলেছেন সৌরভ এবং দর্শনা। কিছু দিন আগে একটি পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ে করেছেন যখন তখন অবশ্যই সন্তানের কথা ভাববেন। তিনি এবং স্বামী সৌরভ দু’জনেই শিশুদের ভালবাসেন। এই মন্তব্য শোনার পরে অনেকে ধরে নেন, তা হলে হয়তো মা হচ্ছেন দর্শনা। ভাল খবর আড়ালে রেখেছেন তাঁরা। সত্যিই কি তাই?
আনন্দবাজার ডট কমকে দর্শনা জানিয়েছেন এই সব রটনা। অভিনেত্রী বলেছেন, “ভুল খবর রটছে। সব মিথ্যে কথা।” দেড় বছরের সংসার জীবনে পরস্পরের বোঝাপড়া আরও বেড়েছে সেই কথা বার বার বলেছেন যুগলে। বিয়ের এক বছর পার করে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দর্শনা লিখেছিলেন, “আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী।”
দু’জনের হাতেই এখন প্রচুর কাজ। দর্শনা কলকাতার গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে কাজ করছেন। বিক্রম ভট্টের ছবিতে কাজ করছেন দর্শনা। অন্য দিকে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস্’ ছবিতে সৌরভকে অন্য ভাবে দেখবেন দর্শক।