Advertisement
E-Paper

রাস্তায় চলছে রোলস রয়েস, কর ফাঁকি দিচ্ছেন আমির-অমিতাভ! ধরা পড়ল কেজিএফের মাধ্যমে

দুই তারকারই বহুমূল্য সব গাড়ি রয়েছে। রাস্তায় চলে সে গাড়ি কিন্তু কর ফাঁকি দেন মালিকেরা! বিষয়টি পুলিশের কানে পৌঁছাতেই ঝামেলায় জড়ালেন কেজিএফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:২৯
(বাঁ দিকে) আমির খান এবং অমিতাভ বচ্চন (ডান দিকে)।

(বাঁ দিকে) আমির খান এবং অমিতাভ বচ্চন (ডান দিকে)। —ফাইল চিত্র।

কথায় আছে শখের দাম লাখ টাকা। এ বার শখপূরণ করতে গিয়ে জরিমানা দিতে হল ৩৮ লক্ষ টাকা! তারকাদের বড় বড় শখ। বিদেশে ভ্রমণ থেকে একাধিক বাড়ি গাড়ি, সাধারণ মানুষের কল্পনার বাইরের সব চাহিদা। অমিতাভ বচ্চনের বিলাসবহুল জীবনের টুকরো খবর প্রায়ই সংবাদমাধ্যমে শোনা যায়। তাঁর একটি রোদচশমা হোক কিংবা পায়ের জুতো সবই বহুমূল্যের। কিন্তু, আপতদৃষ্টিতে ছাপোষা জীবন কাটান আমির খান। যদিও দামি শখও তাঁর কিছু কম নয়। দুই তারকারই বহুমূল্যের সব গাড়ি আছে। রাস্তায় চলে সে গাড়ি কিন্তু কর ফাঁকি দেন তাঁরা! বিষয়টি পুলিশের কানে পৌঁছাতেই ঝামেলায় জড়ালেন কেজিএফ।

বিভ্রাটটা নাম নিয়ে। অমিতাভ বচ্চন ও আমির খান এই দুই তারকার নামে রোলস রয়েস গাড়ি নথিভুক্ত ছিল। যেটি দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর রাস্তায় বীর দর্পে চালাচ্ছিলেন সেখানকার ব্যবসায়ী ইউসুফ শরিফ। ২০২১ সালে একবার তার পর ২০২৩ সালে হাতবদল হয়ে গাড়িটি আসে এই ব্যবসায়ীর হাতে। তিনি আমির-অমিতাভের কাছ থেকে কেনা দুটি বিলাবহুল গাড়ি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। এ জন্য করও দেন না। শুধু তাই নয়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়িগুলি কিনলেও এখনও পর্যন্ত নিজের নামে নথিবদ্ধ করাননি ওই ব্যবসায়ী। তাই নিয়ম অনুযায়ী গাড়ির নিবন্ধীকরণ সংক্রান্ত কাজে আমির-অমিতাভের মুম্বইয়ের ঠিকানাই দেওয়া। যার জন্যে পুলিশি গেড়োয় পড়তে হয়েছে ইউসুফকে। ইনি ব্যবসায়ী হওয়ার পাশপাশি সেখানকার দাপুটে নেতাও। এ হেন ইউসুফ শরিফ নিজের এলাকায় ‘কেজিএফ বাবু’ নামেই পরিচিত। কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডস এলাকায় থাকেন। কেজিএফ ছবিতে যে খনি অঞ্চল দেখানো হয়েছে সেই এলাকার লোক। ওই এলাকায় ইউসুফ প্রভাবশালী। তবে কর ফাঁকি দেওয়ায় আইনি জটিলতায় জড়িয়ে তাঁকে ৩৮ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে।

Aamir Khan Amitabh Bachchan Rolls Royce bollywood celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy