Advertisement
E-Paper

অমিতাভ বচ্চন রাতে ঘুমোনোর আগে ও পরে কী করেন, খোলসা করলেন খলনায়ক রঞ্জিত

খাওয়াদাওয়া থেকে ঘুম— তাঁর সব কিছুই যেন মাপা। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন কাজটা করেন অমিতাভ বচ্চন, জানালেন তাঁর সহ-অভিনেতা, বলিউডের খলনায়ক রঞ্জিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:০৯
Amitabh Bachchan Every night And Morning Ritual Revealed by Ranjit

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কী করেন অমিতাভ, জানালেন সহ-অভিনেতা রঞ্জিত। ছবি: সংগৃহীত।

বয়স ৮৪ ছুঁয়েছে। এই বয়সেও দিনরাত কাজ করছেন অভিনেতা। একটা বয়সের পর অতিরিক্ত ধকল নিতে পারে না শরীর। কিন্তু বিগ বি-কে দেখে তা বোঝার উপায় নেই। চেহারায় এতটুকু ক্লান্তির ছাপ নেই। সব সময়েই যেন তরতাজা মনে হয় তাঁকে। এর পিছনের কারণ হল তাঁর সুশৃঙ্খল জীবনযাপন। খাওয়াদাওয়া থেকে ঘুম— সব কিছুই তাঁর মাপা। তবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন কাজটা করেন, জানালেন অমিতাভের সহ অভিনেতা বলিউডের চর্চিত খলনায়ক রঞ্জিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন প্রবীণ অভিনেতা রঞ্জিত। অমিতাভ কতখানি শৃঙ্খলাপরায়ণ ছিলেন, সে কথা জানান তিনি। র়ঞ্জিত বলেন, ‘‘আমরা একসঙ্গে প্রথম বার ‘রেশমা অউর শেরা’ ছবিতে কাজ করেছি। এটি ছিল ওঁর দ্বিতীয় ছবি। এর আগে উনি ‘সাত হিন্দুস্তানি’তে কাজ করেছিলেন। আমি শুটিংয়ে তাঁর সঙ্গে একই তাঁবুতে ছিলাম, আরও দু’জন ছিলেন আমাদের সঙ্গে।’’

রঞ্জিত জানান, শুটিং চলাকালীন অমিতাভের দৈনন্দিন রুটিন দেখে কৌতূহলী হয়ে পড়েছিলেন তিনি। রঞ্জিতের কথায়, ‘‘দেখতাম, তিনি প্রতি রাতে কিছু লিখতেন এবং সকালে প্রার্থনা করতেন। এক দিন আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে রোজ রাতে আপনি কী লেখেন? উনি বলেছিলেন, আমি প্রতিদিন আমার বাবা-মাকে চিঠি লিখি এবং সকালে গীতা পড়ি। এটাই ছিল তার প্রতি দিনের রুটিন।’’ এমন নিষ্ঠাপরায়ণ জীবনই আজ তাঁকে এমন সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে বলেই মনে করেন রঞ্জিত।

Amitabh Bachchan Ranjeet Daily life Morning Routine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy