Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Amitabh Bachchan

বড়পর্দা নয়, অমিতাভের জীবনের সেরা অভিনয় মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই

সুজিত বারবার বলেছেন, তাঁর এই ছবিতে অমিতাভ নাকি জীবনের সেরা অভিনয়টা করেছেন। তা হলে এমন ছবি বড়পর্দায় নয় কেন? 

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৮:৪৩
Share: Save:

বড়পর্দায় নয়। ওটিটি প্ল্যাটফর্মেই ছবি রিলিজ করতে চান অমিতাভ বচ্চন এবং পরিচালক সুজিত সরকার। তাঁদের নতুন ছবি ‘শুবাইট’ সম্পর্কে এমনই কথা শোনা যাচ্ছে।

কেন এমন সিদ্ধান্ত নিলেন সুজিত এবং অমিতাভ? ২০১৯ সালে ‘শুবাইট’-এর কাজ শুরু করেছিলেন তাঁরা। সুজিত বারবার বলেছেন, তাঁর এই ছবিতে অমিতাভ নাকি জীবনের সেরা অভিনয়টা করেছেন। তা হলে এমন ছবি বড়পর্দায় নয় কেন? অনেকেই বলছেন, এর পিছনে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের বিরাট অঙ্কের টাকার প্রস্তাব। এর আগে সুজিত-পরিচালিত ‘গুলাবো সীতাবো’ ছবিটিও মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। সেখানে অমিতাভ ছাড়াও ছিলেন আয়ুষ্মান খুরানা। বিপুল অঙ্কে সেই ছবি বিক্রি হয় ওটিটি প্ল্যাটফর্মে। তাতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছেন তাঁরা।

বড়পর্দার দিন ফুরিয়ে আসছে, ওটিটি বা ডিজিটাল মাধ্যমই সিনেমার ভবিষ্যৎ বলে দীর্ঘ দিন ধরেই দাবি করছে ওয়াকিবহাল মহল। কথাটা যে খুব ভুল নয়, তা আবারও প্রমাণিত বিগ বি-অভিনীত ছবির এমন গতিপ্রকৃতি দেখে। আগামী দিনে খান-রা এবং বলিউডের অন্য মেগা-তারকারাও যে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, তারও স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ‘শুবাইট’ তাই সেই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু নেই। ‘গুলাবো সীতাবো’ মুক্তির সময় দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। কিন্তু এর পরেও যদি একই ট্রেন্ড চলতে থাকে, তা হলে বুঝতে হবে, সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার নিশ্চিতই।

আরও পড়ুন: ‘মিঠাই’-এর সন্দীপকে মেকআপ করতে শেখালেন ‘রাসমণি’-র রানিমা!

আরও পড়ুন: রনির বাবার সঙ্গে দিঘা পালানোর প্ল্যান করছেন স্বস্তিকা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE