Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Amitabh Bachchan

কলারটিউনে কোভিড সতর্কতা বার্তায় অমিতাভের জায়গা নিল মহিলা কণ্ঠ

এর আগে অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যেত, ‘যবতক দাওয়াই নেহি, তবতক ঢিলাই নেহি’।

অমিতাভ

অমিতাভ

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২২:৪১
Share: Save:

অমিতাভ বচ্চনের ব্যারিটোন সরানো হল কলার টিউন থেকে। অতিমারির সময়ে জন সচেতনতা বাড়াতে এতদিন যে কোভিড সতর্কতা বাণী শোনা যেত বিগ বি-র গলায়। তা এখন আর শোনা যাচ্ছে না। বয়ান কিছুটা বদলে তার জায়গা নিয়েছে এক মহিলা কণ্ঠ। বৃহস্পতিবার, দেশজুড়ে করোনা টিকাকরণ শুরুর ঠিক দু’দিন আগেই, বদলে দেওয়া হল ফোনের কলার টিউনের কোভিড সতর্কতা বার্তা। নতুন স্লোগান ‘দাওয়াই ভি কড়াই ভি’। অর্থাৎ ওষুধ পেলেও মানতে হবে সুরক্ষাবিধি।

এর আগে অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যেত, ‘যবতক দাওয়াই নেহি, তবতক ঢিলাই নেহি’। তবে বচ্চনের সচেতনতা বার্তা নিয়ে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিযোগ। জরুরি ফোনের সময় ওই বার্তা শুনে অকারণ হয়রান হতে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করছিলেন অনেকে। এ মাসের শুরুতে এনিয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয় দিল্লি হাই কোর্টে। তার এক সপ্তাহের মধ্যেই ফোনের ‘অপেক্ষা-সুর’ থেকে সরল অমিতাভের গলার কোভিড সতর্কতা।

নতুন সতর্কতাবার্তায় অতিমারির আতঙ্ক পিছনে ফেলে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘করোনার টিকা নতুন বছরে নতুন আশার বার্তা নিয়ে এসেছে। ভারতে তৈরি টিকা সুরক্ষিত, কার্যকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।’ এর পরই শোনা যায় নতুন জনসচেতনতার নতুন স্লোগান ‘দাওয়াই ভি কড়াই ভি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE