সম্পর্কের কথাও কোনও দিন স্বীকার করেননি। বিচ্ছেদ নিয়েও তাই মুখ খোলেননি ঈশান খট্টর এবং অনন্যা পাণ্ডে। কিন্তু সংবাদমাধ্যমের সূত্রে খবর, তিন বছরের সম্পর্কে ছেদ পড়েছে। আলাদা হয়ে গিয়েছেন দুই তরুণ-তরুণী।
সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে ছবি দেওয়া বা জনসমক্ষে একে অপরের প্রশংসা করতেন তাঁরা। সূত্রের কথায়, তিক্ততায় শেষ হয়নি সম্পর্ক। এখনও তাঁরা একে অপরের ভাল বন্ধু। দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়ে সম্পর্কে ইতি টেনেছেন। এমনকি একসঙ্গে ছবিতেও অভিনয় করবেন তাঁরা।