জয়া বচ্চনের মাথা গরম করে ফেলার দৃষ্টান্ত গুচ্ছ গুচ্ছ। কখনও ফিল্মি পার্টিতে গিয়ে মেজাজ হারান, কখনও আবার কোনও অনুষ্ঠান বাড়িতে ছবিশিকারি দেখলেই ধমকে দেন। এই মুহূর্তে বাদল অধিবেশন চলেছে সংসদে। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন তাই এ মুহূর্তে দিল্লিতে। সেখানেই এক দলীয় কর্মীর উপর চিৎকার করে উঠলেন। দিলেন সজোরে ধাক্কা। এমনকি, ধাক্কার জেরে পা টলে যায় সেই কর্মীর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
জয়া জনৈক কর্মীকে ধাক্কা দিয়েই ক্ষান্ত হননি। চিৎকার করে বলেন, ‘‘কী করছেন এটা!’’ ঘটনাটি ঘটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে যান। সাংসদকে বুঝিয়ে সুঝিয়ে ভিতরে যান। ঘটনা হল, যে ব্যক্তিকে তিনি ধাক্কা দেন, তিনি একটা নিজস্বী তুলতে চেয়েছিলেন সাংসদ জয়ার সঙ্গে। সেটা করতে গিয়ে সাংসদের কাছাকাছি এসে পড়েন তিনি। তাতেই বিরক্ত হয়ে যান জয়া। ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়েন ওই ব্যক্তি।