Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anil Kapoor

অনিল কপূরের চার তলা বাংলোর ভিতরে চমকের পর চমক! ঘুরিয়ে দেখালেন নিজের ‘স্বপ্ন’

সবুজে ঘেরা বিলাসবহুল বাসভবন ঘুরিয়ে দেখালেন অনিল কপূর। ঘরের প্রতিটি আসবাবে ভালবাসার ছোঁয়া। আভিজাত্যের ছাপ সর্বত্র। এ সবই নিজের রক্ত জল করা শ্রমের ফসল, জানালেন অভিনেতা।

অনিলের অন্দরকথা।

অনিলের অন্দরকথা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২১:১৭
Share: Save:

যে দিকে চোখ যায় সবুজের আরাম। জানলার কাচের গায়ে জল বেয়েও গাছের পাতার অবয়ব। তার মধ্যে নিরবিলি চার তলা বাড়ি— যেখানে অনিল কপূর ও তাঁর স্ত্রী সুনীতা কপূর। অভিনেতা পুত্র হর্ষবর্ধন কপূরও তাঁদের সঙ্গেই থাকেন। সুখী পরিবারের নেপথ্যে কী ভাবে ছায়া ধরে আছে তাঁদের জুহুর বাংলো? এক বিপণন সংস্থার অনুষ্ঠানে অনিল শোনালেন সেই হৃদয়স্পর্শী গল্প।

সবুজে ঘেরা বিলাসবহুল বাসভবন ঘুরিয়ে দেখালেন অনিল কপূর।

সবুজে ঘেরা বিলাসবহুল বাসভবন ঘুরিয়ে দেখালেন অনিল কপূর। ছবি: সংগৃহীত।

ঘরের প্রতিটি আসবাবে ভালবাসার ছোঁয়া। থাকে থাকে বই। রং মিলিয়ে বসার জায়গা, দেওয়ালে-মেঝেতে আভিজাত্যের ছাপ— এ সব নিজের রক্ত জল করা শ্রমের ফসল, জানালেন ‘যুগ যুগ জিয়ো’-র অভিনেতা। আরও বললেন, যৌবনের স্বপ্ন ছিল এক মনের মতো বাড়ি। সুনিতাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেও চেয়েছিলেন, বাড়িটা যেন বানিয়ে ফেলতে পারেন আগে।

ঘরের প্রতিটি আসবাবে রয়েছে ভালবাসার ছোঁয়া।

ঘরের প্রতিটি আসবাবে রয়েছে ভালবাসার ছোঁয়া। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানে সেই সবুজে ঘেরা বিলাসবহুল বাসভবন ঘুরিয়ে দেখালেন অনিল। টেরেসে গাছের সাজ। কাঠের ফ্রেমের চেয়ারে রং মিলিয়ে সবুজ কুশন। মাঝে ছোট্ট চা-টেবিল, সাদা রঙের। সবুজ আর মাটির রঙের বিভিন্ন সজ্জার উপকরণে স্বর্গীয় হয়ে উঠেছে তাঁদের ছোট্ট ছাদ। এক দিকের স্বচ্ছ দেওয়ালে নীল আকাশ এবং গাছগাছালির হাতছানি। সেই মায়াবী পরিবেশে দাঁড়িয়ে জীবনের কঠিন সংগ্রামের কথা বললেন অনিল। তাঁর কথায়, “এই বাড়ির প্রত্যেকটা ইট, পাথর— প্রতিটি জিনিস পরিশ্রম করে অর্জন করা। অনেক ঘাম, অনেক রক্ত জল হয়েছে আমার, তবু জোর গলায় বলতে পারি কোনও কারচুপি, দুর্নীতির ছায়া নেই এতে। অসৎ পথে লিপ্ত থাকতে হয়নি।” নিজের মনোরম ছোট ঘরটিও ঘুরিয়ে দেখান পরম মমতায়।

কাঠের সিলিং। কালো কাঠের আসবাব। ক্যামেরা ঘুরে যায় অনিলের সাধের নীড়ের সর্বত্র। টেবিলে রাখা চিত্রনাট্যের স্তুপও যেন হাতে আঁকা ছবি। আগামীর স্বপ্ন। যেন যৌবনের কঠোর অধ্যায়ে এখনও নিজের শিকড় গেঁথে রেখেছেন অনিল। তাই বর্তমান এত মায়াবী লাগে। শিশুর মতো হাসেন অনিল। আর জানান, সুনিতা আর তাঁর মা গাছ ভালবাসেন। সে কারণেই বাড়ির অনেকখানি গাছে ভরা। আগামী দিনে ‘ফাইটার’ এবং ‘আনিম্যাল’ ছবিতে দেখা যাবে অনিলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Kapoor bollywood star Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE