জন্মদিনেও শ্যুটিং থেকে ছুটি নেন না। কিন্তু বিবাহবার্ষিকীতে ছুটি চাই-ই চাই। জাতীয় ছুটির দিনে বিয়ে করলে কেমন হয়? চাইলেও কেউ কোনও দিন কাজে ডাকতে পারবে না। যেমন ভাবা, তেমনই কাজ।বিয়ের দিন পাকা করে ফেললেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকারের। ২০২২ সালের প্রজাতন্ত্র দিবস, ২৬ জানুয়ারি।
চার মাসের প্রেম আইনি বন্ধনে বাঁধা পড়ল বুধবার দুপুরে। কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে করলেন যুগল। ৫৫ জন অতিথির উপস্থিতিতে আংটি বদল, সিঁদুরদান, মালাবদল হল অনিন্দিতা-সুদীপের। বিকেল হতেই শ্বশুরবাড়ির দিকে রওনা দিলেন নববধূ। বৃহস্পতিবার থেকে আবার যে যার মতো স্টুডিয়োপাড়ায়।
আনন্দবাজার অনলাইনকে অনিন্দিতা জানালেন, বাঙালি খাবারে ঠাসা ছিল বিয়ের মেনু। সাদা ভাত, ডাল, তরকারি, ঘিয়ে আলুভাজা, মটন, চিকেন, চাটনি, বেকড রসগোল্লা, আইসক্রিম, পানে পেটপুজো জমে গেল অতিথিদের।