Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Anindya Chatterjee

Anindya Chatterjee: কারা যেন বলেছিল, প্রতিবাদ করে কিস্যু হয় না, প্রশ্ন ছুড়লেন অনিন্দ্য

প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য। তাঁর মতে, 'প্রতিবাদ করে কিছু হয় না' গোছের মনোভাব ভুল প্রমাণিত হল কৃষি আইন প্রত্যাহারে।

প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য।

প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০৫
Share: Save:

গত এক বছর দিল্লির রাস্তা ভরে উঠেছিল কৃষকদের স্লোগানে, আর্জিতে। দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে আবেদনে সাড়া দিয়েছে মোদী-সরকার। বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণায় উচ্ছ্বসিত বলিউড থেকে টলিউড। সোনু সুদ, রিচা চড্ডা, তাপসী পান্নুদের মতোই সেই খুশির কথা ব্যক্ত করেছেন টলি-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

শুক্রবার দুপুর তিনটে নাগাদ অনিন্দ্যর টুইট— ‘কারা যেন বলেছিল, এ সব প্রতিবাদ করে কিস্যু হয় না। তারা কই?’ অভিনেতার উল্লাস স্পষ্ট। কৃষকদের পাশে ছিলেন না যাঁরা, এই খোঁচা যে তাঁদের জন্যই বরাদ্দ, তা বুঝতে বেগ পেতে হয় না বিশেষ।
প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য। তাঁর মতে, ‘প্রতিবাদ করে কিছু হয় না’ গোছের মনোভাব আরও এক বার ভুল প্রমাণিত হল। রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদের জেরেই যে কেন্দ্রের অবস্থান বদল, তা স্পষ্ট হল আইন প্রত্যাহারের পদক্ষেপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anindya Chatterjee Actor Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE