সুশান্তের মৃত্যুতে অঙ্কিতাকে আগলে রাখেন ভিকিই।
সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু প্রচারের আলো ফেলেছিল তাঁর জীবনেও। তিনি বলিউড অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতার জীবন থেকে প্রেম, সবটাই চলে এসেছিল আতসকাচের নীচে। এমনকি তাঁর তৎকালীন প্রেমিক, পরবর্তীতে স্বামী ভিকি জৈনকেও ছেড়ে কথা বলেননি অনুরাগীরা। চুপ ছিলেন শুধু এক জনই। অঙ্কিতা নিজে। নীরবতা ভাঙলেন এত দিন বাদে।
সুশান্ত-মৃত্যুর দু’বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে মুম্বই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অঙ্কিতা। দাঁড়িয়েছেন স্বামী ভিকির পাশে। অঙ্কিতা বলেন, ‘‘সুশান্ত আচমকা মারা যাওয়ার পরে দিশাহারা হয়ে পড়েছিলাম। রোজ নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। রোজ সংবাদমাধ্য়ম ছেঁকে ধরছে আমায়। ভিকি পাশে না থাকলে সুশান্তের হয়ে মুখ খোলাটাই তখন কঠিন হত আমার পক্ষে। ওই কঠিন দিনগুলোয় আমাকে, আমার পরিবারকে সাহস জুগিয়েছিল ভিকি-ই।’’
অথচ সেই সময়টায় ভিকিকে দিনের পর দিন কটাক্ষ সইতে হয়েছে। অনুরাগী মহল, নেটমাধ্যম সর্বত্র সবাই বলতেন, অঙ্কিতার জন্য সুশান্তই ভাল, ভিকি নন। সুশান্তের শোকেই কাটান অঙ্কিতা, ভিকি বরং ছেড়ে দিন তাঁকে— এমন নিদানও এসেছিল। প্রায় দু’বছর পরে তা নিয়েও রুখে দাঁড়িয়েছেন ভিকির ঘরনি। অঙ্কিতা বলেছেন, ‘‘হবু স্ত্রী তাঁর প্রাক্তনকে নিয়ে দিনরাত কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তা মেনে নেওয়া কোনও পুরুষের পক্ষেই সম্ভব নয়। অথচ ভিকি তা পেরেছিল। অন্য কেউ হলে ছেড়ে চলে যেত। ভিকি কিন্তু যায়নি। বরং বলেছিল, সুশান্তের জন্য যেটা সঠিক মনে হয়, আমি যেন তা-ই করি।’’
২০২১-এর ১৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভিকি-অঙ্কিতা। সুশান্তের মৃত্যু গভীর প্রভাব ফেলেছিল তাঁদের জীবনে, এ কথা তখন নিজেই কবুল করেছিলেন ভিকি। এ নিয়ে নিশ্চুপ থেকে গিয়েছিলেন অঙ্কিতাই।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy