Advertisement
২২ মার্চ ২০২৩
Subhashree Ganguly

অঙ্কুশকে ‘ভূতে ধরেছে’! কেন একথা বললেন শুভশ্রী?

ঠিক কী হয়েছে?

অঙ্কুশ-শুভশ্রী।

অঙ্কুশ-শুভশ্রী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৩
Share: Save:

অঙ্কুশের উপর নাকি ভর করেছে অশরীরী। এমনটাই দাবি করলেন শুভশ্রী। কিন্তু ভূত বাবাজির খপ্পরে হঠাৎ কী করে পড়লেন অঙ্কুশ? ঠিক কী হয়েছে?

Advertisement

ইনস্টাগ্রামের লেটেস্ট ফিচার‘বুমেরাং’-এ করা একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। সেই বুমেরাং ভিডিয়োতে দেখা গিয়েছে নানা মজার ভঙ্গিমায় অঙ্গভঙ্গি করছেন শুভশ্রী, বাবা যাদব এবং অঙ্কুশ নিজেও।

ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাইকে ভূতে ধরেছে।”অঙ্কুশের ওই সরস মন্তব্যে শুভশ্রীর কমেন্ট ‘স্পেশ্যালি তোমাকে’।

আরও পড়ুন-‘কথা’ দিয়েও এলেন না মা করিনা! কেঁদে ভাসাল তৈমুর

Advertisement

দেখুন ভিডিয়ো

Shobaike bhoot e dhoreche 🤣🤣 @subhashreeganguly_real @babbachi #supernaturalthriller #believeinghosts

A post shared by Ankush (@ankush.official) on

কিন্তু হঠাৎ সেটের মধ্যে ‘পাগলামি’ শুরু করলেন কেন তাঁরা? ‘ভয়’-এর পর অঙ্কুশের পরবর্তী ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির নাম এখনও ঠিক না হলেও জানা গিয়েছে ছবিতে শুভশ্রীর বিপরীতে রয়েছেন অঙ্কুশ। পরিচালনা করছেন বাবা যাদব। শুটিং চলছে। আর শুটিং-এর মধ্যেই চলছে খুনসুটি, আড্ডা, মজা।

সময়টা বেশ ভালই যাচ্ছে শুভশ্রীর। ‘পরিণীতা’ বক্স অফিসে ভালই ব্যবসা করেছে। পরের বছর আসছে রাজের পরিচলনায় ‘ধর্মযুদ্ধ’।

সেখানেও লিড চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই ছবির টিজারে ডি-গ্ল্যাম লুকে শুভশ্রীকে দেখে অবাকই হয়েছিলেন নেটিজেনেরা।

আরও পড়ুন-মারধর করতেন, বন্ধুদের সঙ্গে ‘বিশেষ ভাবে’ মিশতে জোর করতেন সুপারহিট এই বলি নায়িকার স্বামী!

Day 5 starts .. #supernaturalthriller @babbachi @subhashreeganguly_real #shootmode #friendsforever #actorslife

A post shared by Ankush (@ankush.official) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.