Advertisement
E-Paper

নেহা কক্করের গান শুনে ‘বিরক্ত’ অনু মালিক নিজেই নিজের গালে মারেন চড়!

‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। এক সময় এই মঞ্চে প্রতিযোগী হিসাবে এসেছিলেন তিনি। তবে সেই অভিজ্ঞতা বিশেষ সুখকর ছিল না তাঁর জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৫:৩৭
Anu Malik slapped himself to show disappointment after Neha Kakkar song

(বাঁ দিকে) নেহা কক্কর (ডান দিকে) অনু মালিক। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর অন্যতম বিচারক, গায়িকা নেহা কক্কর। তবে বিচারকের আসনে বসার বহু বছর আগে, এই অনুষ্ঠানেই প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের দ্বিতীয় সিজ়নে প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছিলেন নেহা, এবং খুব অল্প দিনেই বেরিয়েও গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে। সেই সময়, আরও অনেক যুবক-যুবতীর মতো নেহাও এসেছিলেন চোখে এক রাশ স্বপ্ন নিয়ে। তবে অভিজ্ঞতা খুব সুখের ছিল না তাঁর।

এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা। কিন্তু প্রথম এই দুনিয়ায় পা রেখে বিচারকদের মন জয় করতে পারেননি তিনি। জনপ্রিয় এই অনুষ্ঠানের বাছাই পর্বে ‘রিফিউজি’ ছবির ‘অ্যায়সা লগতা হ্যায়’ গানটি গেয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন এক সহ-শিল্পীও। সেই সময় বিচারকের আসনে ছিলেন অনু মালিক, সোনু নিগম, ফারহা খান। কারও সেই গান পছন্দ হয়নি। নেহার গান শুনে নাকি সেই মুহূর্তেই বিরক্তি প্রকাশ করেছিলেন অনু মালিক। তিনি বলেন, “নেহা কক্কর… তোর আওয়াজ শুনে মনে হচ্ছে নিজেই নিজেকে মারি থাপ্পড়! কী হয়েছে তোর?” এর পর নাকি সত্যিই নিজের গালে নিজে চড় মারেন তিনি। স্বাভাবিক ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, হতভম্ব হয়ে যান খোদ নেহাও। তবে শুধু অনুই নন, গান শুনে হতাশা প্রকাশ করেন সোনু ও ফারহাও।

বেশ কয়েক বছর পর ‘ককটেল’ ছবির ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ গানের মাধ্যমে বড় ব্রেক পান নেহা। বলিউডে শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা। ধীরে হলেও নিজের স্থান পাকা করে নিয়েছেন গায়িকা। নেহার কণ্ঠে এর পর ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’ বা ‘ও সাকি সাকি’র মতো একাধিক গান জনপ্রিয়তা লাভ করেছে।

Anu Malik Neha Kakkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy